shono
Advertisement
Solanki Roy

জুটি বাঁধছেন শোলাঙ্কি রায়-সৌম্য মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে তাঁদের

ছবি নাকি সিরিজ কোথায় জুটি বাঁধছেন দুই অভিনেতা?
Published By: Manasi NathPosted: 06:22 PM Mar 21, 2025Updated: 06:22 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক কৃষ্ণেন্দু কর তৈরি করছেন তাঁর নতুন স্বল্পদৈর্ধ্যের ছবি। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন টলিপাড়ার শোলাঙ্কি রায় ও সৌম্য মুখোপাধ্যায়।

Advertisement

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প 'রেকর্ড' অবলম্বনে পরিচালক কৃষ্ণেন্দু তৈরি করছেন তাঁর নতুন ছবিটি। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে এর আগেও বহু চিত্রনাট্য তৈরি হয়েছে। এবার সেই পথই অনুসরণ করেছেন কৃষ্ণেন্দু। চিত্রনাট্যের খাতিরে গল্পে বেশ কিছু বদল ঘটছে। তবে মূল কাহিনিকে এক রেখে এগোবে ছবির গল্প। তাঁর এই ছবিতেই শোলাঙ্কি- সৌম্যকে দর্শকরা প্রথমবার একসঙ্গে দেখবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। ছবির সাদাকালো সিনেমাটোগ্রাফি দর্শকদের মনে নস্টালজিয়ার সৃষ্টি করবে সেকথা বলাই যায়।

উল্লেখ্য, শোলাঙ্কি রায় নিজের অভিনয় গুণে ইদানিং টলিপাড়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছোটপর্দায় 'ইচ্ছেনদী'র মেঘলা হোক বা 'গাঁটছড়া'র খড়ি, 'প্রথমা কাদম্বিনী'- বরাবর নিজের অভিনয়ের জোরেই দর্শকদের মনে জায়গা পাকা করেছেন তিনি। শুধু ছোটপর্দা কেন বড়পর্দা, ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। তাঁর অভিনীত 'শহরের উষ্ণতম দিনে', 'বাবা বেবি ও' সাফল্যের মুখ দেখেছে । 'মন্টু পাইলট', 'বিষহরি'র মতো সিরিজে তাঁর কাজ দর্শকদের মন জয় করেছে।

পাশাপাশি সৌম্য মুখোপাধ্যায়ও টলিপাড়ার পরিচিত মুখ। শোলাঙ্কির মতো সৌম্যও ছোটপর্দায় তাঁর কেরিয়ার যাত্রা শুরু করেছিলেন। তবে তাঁকে বর্তমানে সিরিজের কাজেই বেশি দেখা যাচ্ছে। 'পারিয়া', 'মিথ্যে প্রেমের গান', 'প্রেমটেম' ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই দুই অভিনেতা প্রথমবার জুটি বাঁধছেন। টলিপাড়ার এই নতুন জুটি যে দর্শকের মনে জায়গা করে নেবে সে আশা করাই যায়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমবার জুটি বাঁধছেন টলিপাড়ার শোলাঙ্কি রায় ও সৌম্য মুখোপাধ্যায়।
  • নারায়ণ দেবনাথের ছোটগল্প 'রেকর্ড' অবলম্বনে পরিচালক কৃষ্ণেন্দু তৈরি করছেন তাঁর নতুন ছবি।
  • টলিপাড়ার এই নতুন জুটি যে দর্শকের মনে জায়গা করে নেবে সে আশা করাই যায়।
Advertisement