সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর আবহে অশান্ত ভারত ও পাকিস্তান। তারই মাঝে মাতৃদিবসে তাৎপর্যপূর্ণ পোস্ট অভিনেত্রী সোনম কাপুরের। মাতৃত্ব যে জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির ঊর্ধ্বে সেই বার্তা দিলেন তিনি।
এদিন সোশাল মিডিয়ায় ভারতের মানচিত্রের ছবি পোস্ট করেন সোনম। ওই মানচিত্রের উপর নানা ধর্মীয় প্রতীক। ক্যাপশনে তিনি লেখেন, "মা হলেন নরম মুখের আড়ালে শক্তির উফস। মায়ের জন্য ভালোবাসার ভাষা শুনেছি। মা শিখিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে মাতৃত্ব। মা আসলে ভারতমাতার প্রতিরূপ। একই আকাশের নিচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার। এই ভূমিতে বিভেদ নয়, ভালোবাসাই আসল। তা উচ্চস্বরে বলা যায়।" তিনি আরও লেখেন, "শুধু আমার মা নয়। যে মায়েরা সকলকে ভালোবাসতে শিখিয়েছেন, তাঁদের মাতৃদিবস উৎসর্গ করছি। আমি এই ভারতকে দেখে বড় হয়েছি। বিশ্বাস করি।"
গত ২০১৮ সালে চারহাত এক হয় সোনম ও আনন্দের। বিয়ের বছর চারেক পর ২০২২ সালের সোনম ও আনন্দের জীবনে আসে বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তাঁর কাছে সব কিছু। মাতৃত্বের মিষ্টি মুহূর্তে নানা ঝলক মাঝেমধ্যে অনুরাগীদের মধ্যে ভাগও করে নেন অভিনেত্রী। আপাতত লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক বিরতি নিয়েছেন সোনম। সদ্যই সপ্তম বিবাহবার্ষিকী কাটিয়েছেন তিনি। বিয়ের বেশ কয়েকটি অদেখা ছবি শেয়ারও করেন অভিনেত্রী।
দেশের বর্তমান পরিস্থিতিতে মাতৃদিবসের পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
