shono
Advertisement
Sonu Nigam

গোলাপজল দিয়ে 'আশা তাই'য়ের পা ধোয়ালেন সংস্কারি সোনু নিগম, প্রশংসার বন্যা

'মহান হলেই মহানতরর কাছে মাথা নোয়ানো যায়', সোনুকে কুর্নিশ নেটপাড়ার।
Published By: Sandipta BhanjaPosted: 01:06 PM Jun 29, 2024Updated: 01:06 PM Jun 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা ভোঁসলের বিগত আট দশকের সুরেলা সফর এবার মলাটবন্দী। 'পঞ্চমদা'র জন্মবার্ষিকীর দু'দিনের মাথাতেই সুরসম্রাজ্ঞীর জীবনী উন্মোচিত হল এক অনুষ্ঠানে। যার নাম 'স্বরস্বামিনী আশা'। নিজের বায়োগ্রাফির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা ভোঁসলে। আর সেখানেই নিজগুণে লাইমলাইট কেড়ে নিলেন 'সংস্কারি' সোনু নিগম। গোলাপজল দিয়ে 'আশা তাই'য়ের পা ধুয়ে দিলেন গায়ক। যে ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে নেটপাড়ার চর্চায়।

Advertisement

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, মঞ্চে আসলে বসে থাকা সুরসম্রাজ্ঞীর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলেন সোনু নিগম। প্রথমে আশার পায়ে চুম্বন করলেন। এরপর গোলাপজল দিলে ধুয়ে দিলেন কিংবদন্তী গায়িকার পা। সেই অনন্য সম্মান প্রদর্শনের মুহূর্তই বর্তমানে নেটপাড়ার চর্চায়। নিজে বড় মাপের গায়ক হলেও নিজের আচার, সংস্কার ভোলেননি সোনু নিগম। আর সেই জন্যই গায়ককে আরও একবার কুর্নিশ জানাল নেটপাড়া। এক শিল্পী হয়ে আরেক কিংবদন্তী শিল্পীকে কীভাবে সম্মান জানাতে হয়, এই দৃশ্য সম্ভবত তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল।

[আরও পড়ুন: ‘তেলুগু বলতে গিয়ে জিভ খসে গিয়েছে!’, ‘কল্কি’ শুটের অভিজ্ঞতা জানালেন শাশ্বত]

>

আশা ভোঁসলের বায়োগ্রাফি লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং সোনু নিগম। সোশাল মিডিয়ায় গায়কের ভিডিও ভাইরাল হতেই প্রশংসার বন্যা গিয়েছে। অনুরাগীদের কথায়, 'এটাই তো আমাদের ভারতীয় সংস্কৃতি।' কারও কথায়, 'নিজে মহান হলেই মহানতর কারও কাছে মাথা নোয়ানো যায়।' তবে অনেকেই আবার 'বাড়াবাড়ি' বলেও কটাক্ষ করেছেন!

[আরও পড়ুন: স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, জল্পনায় সিলমোহর দিয়ে বললেন, ‘স্টেজ ৩, প্রার্থনা করুন…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আশা ভোঁসলের বিগত আট দশকের সুরেলা সফর এবার মলাটবন্দী।
  • সেখানেই নিজগুণে লাইমলাইট কেড়ে নিলেন 'সংস্কারি' সোনু নিগম।
  • গোলাপজল দিয়ে 'আশা তাই'য়ের পা ধুয়ে দিলেন গায়ক।
Advertisement