সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন পাড়ি দিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। আর সেখান থেকেই কখনও বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ুসেবা দিয়ে আবার কখনও বা ধামে গিয়ে শিবরাত্রি পালন করে নেটপাড়ার তরফে 'সংস্কারিকন্যা'র তকমা পেয়েছেন দর্শকদের প্রিয় 'মিঠাই'। সোশাল মিডিয়ায় সেসব ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই পোস্টের কমেন্ট বক্সে এক মুসলিম ধর্মাবলম্বী অনুরাগী ভালোবাসা জানাতেই পালটা সম্প্রীতির বার্তা দিলেন সৌমিতৃষা।
মিঠাই রানির শিবরাত্রির ভিডিও দেখে ওই ভক্ত লিখেছিলেন, 'আমি যদিও মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লার কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।' অনুরাগীর সেই কমেন্ট নজর এড়ায়নি সৌমিতৃষার। পালটা প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী লিখলেন, 'আমিও আল্লার ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।' মিঠাইয়ের সম্প্রীতির বার্তা দেখে সোশালপাড়াও ততোধিক উচ্ছ্বসিত। আবারও ভক্তদের মন জিতে নিলেন অভিনেত্রী।
গত বুধবার বৃন্দাবনের এক ধামে শিবপুজো করলেন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। স্নিগ্ধ সাজ। মুখে হাসি নিয়ে পুজোর ডালা হাতে ক্যামেরার সামনে পোজ দিলেন সৌমিতৃষা। শহরের থেকে অনেক দূরে কেমন কাটল বৃন্দাবনে শিবরাত্রি? এপ্রসঙ্গে মিঠাই সংবাদমাধ্যমের কাছে জানালেন, বৃন্দাবনে একটা বড় চারধাম মন্দির রয়েছে। সেখানেই গিয়েছিলেন পুজো দিতে। সম্পূর্ণ ভিন্ন, ভীষণ সুন্দর একটা অনুভূতির সাক্ষী থেকেছেন মিঠাই। জন্মদিনের পাশাপাশি এবার তাঁর শিবরাত্রিটাও অন্যরকম কাটল। আর কী কথা দিলেন মহাদেবকে? সেকথা সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। বললেন, ‘শুভ মহাশিবরাত্রি পালন পবিত্র ধামে। কী যে অনুভূতি বলে বোঝাতে পারব না! এখানেই কথা দিয়েছি আমি চার ধাম যাত্রা সম্পূর্ণ করব। হর হর মহাদেব!’
জীবনে এইপ্রথমবার শিবরাত্রিতে বাড়ি থেকে দূরে সৌমিতৃষা কুণ্ডু। তাতে অবশ্য তাঁর আধ্যাত্মিকতায় ভাটা পড়েনি! সাতসকালে হোটেলেই অভিনেত্রীর মা-বাবা শিবরাত্রি পালনের আয়োজন করে ফেলেছিলেন। কীভাবে? মিঠাই জানালেন, “ঘুম ভেঙে উঠে দেখি মা-বাবা সবকিছুর ব্যবস্থা করে ফেলেছেন। হোটেলের টেবিল ধুয়ে মুছে সেখানে ফুল-ফল, মালা, দুধ, ডাব রাখা। সকালে উঠে সব ওঁরা কিনে নিয়ে চলে এসেছে।” এরপর হোটেল থেকে সোজা বৃন্দাবনের ধামে চলে গেলেন। মা-বাবাকে নিয়েই পুজো সারলেন টলিউড অভিনেত্রী। অন্যদিকে জন্মদিনে তিনি বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়েছেন। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেল, মন্দির চত্বরে ছড়িয়ে থাকা পুজোর ফুল ঝাড়ু দিয়ে সরাচ্ছেন। সেই ভিডিও নেটপাড়া তাঁকে ‘সংস্কারি নায়িকা’র আখ্যার দিল।