shono
Advertisement

Breaking News

‘এক সময় রোগা ছিলাম’, জন্মদিনে ছোটবেলার ছবি পোস্ট করে চমকে দিলেন শ্রীলেখা

মাঝরাতেই জন্মদিনের কেক কাটেন অভিনেত্রী। শেয়ার করেন ভিডিও।
Posted: 12:39 PM Aug 30, 2023Updated: 01:04 PM Aug 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবেছিলেন এবার জন্মদিন পালন করবেন না। সোশ্যাল মিডিয়াতেও অনুরোধ করেছিলেন কেউ যেন শুভেচ্ছা না জানান। কিন্তু এ বারণ কী শোনা যায়? শোনার মতোও না। তাই তো রাত বারোটায় কেক নিয়ে হাজির হয়েছিলেন বন্ধুরা। এদিকে সকাল হতেই শ্রীলেখা পোস্ট করেছেন ছোটবেলার ছবি। আর নিজেকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

Advertisement

১৯৭২-এর ৩০ আগস্ট জন্ম শ্রীলেখা মিত্র। গতবার পঞ্চাশে পা দিয়েছিলেন অভিনেত্রী। সেই হিসেবে এবার পঞ্চাশ পূর্ণ করলেন। আগেরবার ফেসবুক লাইভে নিজেই জানিয়েছিলেন নিজের বয়স। কারণ তা নিয়ে অভিনেত্রী কখনও মাথা ঘামাননি। নিজের মতোই থেকেছেন। ‘মাই রিলিজিয়ন অফ লাভ’, এই মতে বিশ্বাসী শ্রীলেখা। তাই নিজের প্রায় সমস্ত পোস্টেই হ্যাশট্যাগে এই কথাটি লেখেন। অভিনেত্রীর বার্থ ডে কেকেও একথাটিই লেখা ছিল।

[আরও পড়ুন: রণবীরের সঙ্গে ধুমপানের ছবি ভাইরাল হতেই চূড়ান্ত অপমান, অবসাদে গ্রাসে পাক নায়িকা!]

“এক সময় আমিও রোগা ছিলাম হ্যাপি বার্থ ডে টু মি”, এই ক্যাপশন দিয়েই নিজের ছোটবেলার তিনটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। একটিতে নাচের পোজে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। আরেকটি হয়তো ভাইয়ের সঙ্গে সমুদ্রের পাড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তৃতীয় ছবিটি সাদা-কালো। দেখেই মনে হচ্ছে, খুবই ছোটবেলায় তোলা।

গত রবিবার অভিনেত্রী জানান, তাঁর মেয়ে ডেঙ্গি আক্রান্ত, একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। এদিকে অভিনেত্রীর জ্বর জ্বর ভাব, সঙ্গে মারাত্মক মাথার যন্ত্রণা। যাঁদের এমন উপসর্গ আছে টেস্ট করাতে বলেন অভিনেত্রী।  জন্মদিনের আগের রাতেও লেখেন, “এ বছর আমার জন্মদিন সেলিব্রেট করার মুড নেই, দয়া করে ফোন করবেন না।” কিন্তু জন্মদিন তো বছরে একবারই আসে। তাই অনুরাগী, বন্ধুরা শুভেচ্ছা জানিয়েই চলেছেন।  জন্মদিনের সকালে পুজোও দিয়েছেন অভিনেত্রী। 

[আরও পড়ুন: নবান্নে ‘হ্যালো স্যার’ শুনে বিব্রত সেচমন্ত্রী, ‘আবার প্রলয়’-এর করালিবাবুকে কী বললেন মুখ্যমন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement