সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। তিরিশ বছর আগে মুক্তি পাওয়া কাজল-শাহরুখের কালজয়ী ছবিটির জয়যাত্রা এখনও চলছে। সরষে খেতে বাদশার বাহুলগ্না কাজলের 'তুঝে দেখা তো...' ম্যাজিক এখনও অব্যাহত। তিনটি দশক ধরে মহারাষ্ট্রের মারাঠা মন্দিরে চলছে 'ডিডিএলজে'। ধারেকাছে নেই অন্য কোনও ভারতীয় ছবি। এবার এই ক্লাসিক ছবিটির মুকুটে যুক্ত হল নয়া পালক। লন্ডনের লেসিস্টার স্কোয়ারে এক অনন্য সম্মানে ভূষিত হল ছবিটি। এই ছবিরই বিখ্যাত গান 'ডোলি সাজাকে রাখ না' গানের পোজে ব্রোঞ্জ নির্মিত শাহরুখ-কাজলের মূর্তি বসল এখানে। আর সেই মূর্তির আবরণ উন্মোচনে সেখানে হাজির থাকলেন খোদ রাহুল-সিমরন! বলে রাখা ভালো, এই প্রথম কোনও ভারতীয় ছবি এই সম্মান পেল।
শাহরুখ ছিলেন কালো পোশাকে। চোখেও ছিল কালো রোদচশমা। অন্যদিকে কাজল অনন্য হয়ে ওঠেন শাড়িতে। মূর্তির সামনে দাঁড়িয়ে সেই গানটির পোজও দিলেন মহাতারকা জুটি। তবে তাঁদের মাথায় ছিল ছাতা। কেননা ইলশেগুঁড়ি বৃষ্টিতে সেই সময় ভিজছিল লেসিস্টার। তবুও শাহরুখ-কাজলকে দেখতে ভিড় হয়েছিল যথেষ্ট। পৃথিবীর প্রায় যে কোনও প্রান্তেই শাহরুখ খানের নামে জনঅরণ্যের সৃষ্টি হয়। কাজলও এত বছরের কেরিয়ারে জনপ্রিয়তা হারাননি। আর তাঁরা একসঙ্গে দাঁড়ালে যে কী ম্যাজিক হয় আজও, তার প্রমাণ মিলল এদিন! ফিরল আদিত্য চোপড়ার সেলুলয়েড-রূপকথার সেই মুহূর্ত। এর আগে হ্যারি পটার থেকে মেরি পপিন্স লেসিস্টার স্কোয়ারে জায়গা পেলেও কোনও ভারতীয় ছবির চরিত্ররা ব্রোঞ্জের মূর্তি হয়ে এখানে বিরাজ করেনি। এবার থেকে সেই নজির তৈরি হল।
নায়ক-নায়িকা দু'জনই ছিলেন উৎফুল্ল মেজাজে। পরে শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ''ডিডিএলজে বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে দেয় এবং পৃথিবীকে কীভাবে আমূল বদলে দিতে পারে প্রেম। আর সেই কারণেই ৩০ বছর ধরে ডিডিএলজে এমন প্রভাব ফেলে চলেছে। ডিডিএলজে সেই থেকেই আমার পরিচয় হয়ে রয়েছে।''
এদিকে কাজলও বলেন, ''৩০ বছর পরেও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাসের একটা টুকরো পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।''
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। বাকিটা ইতিহাস। ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও অমরীশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদিরাও ছিলেন। ছবির একটা অংশের শুটিং হয়েছিল লন্ডনেই।
