shono
Advertisement

Breaking News

Subhashree Ganguly's Birthday

'জন্মদিনের সেরা উপহার', স্মৃতিদের বিশ্বজয়ে রাজের কোলে বসেই উল্লাস 'বার্থডে গার্ল' শুভশ্রীর!

শহর থেকে দূরে কোথায় জন্মদিন উদযাপন করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়?
Published By: Sandipta BhanjaPosted: 05:52 PM Nov 03, 2025Updated: 05:59 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এমন একটা ক্যালেন্ডার বানাব, যেখানে লিঙ্গভেদ থাকবে না', বিশ্ব নারী দিবসে বলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার 'উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের আবহে সুপারস্টার নায়িকার দেওয়া সেই 'সমতার বার্তা'ই যেন প্রাসঙ্গিক হয়ে উঠল। জেমাইমা-হরমনপ্রীত, স্মৃতি মন্দানাদের ব্যাট-বলের মারপ্যাঁচ বুঝিয়ে দিল ক্রিকেট শুধু 'জেন্টলম্যানস গেম' নয়, বরং সকলের খেলা। নীল জার্সির নারীবাহিনী বিশ্বজয় করে যেভাবে লিঙ্গবৈষম্য ঘোচানোর বার্তা দিল, তাতে জন্মদিনের সেরা উপহার খুঁজে পেলেন শুভশ্রী।

Advertisement

রবিবাসরীয় রাতে 'উইমেন ইন ব্লু'র ইতিহাস গড়ার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রীর মন্তব্য, 'টিম ইন্ডিয়া আমার জন্মদিনকে আরও স্পেশাল করে তুলল।' শুভশ্রী ভক্তরা বলছেন, 'আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য এর থেকে সেরা উপহার আর কী-ই বা হতে পারে?' ৩ নভেম্বর, সোমবার ৩৫-এ পা রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে বিশেষ দিন হলেও কাজ থেকে বিরতি নেননি। পঁচিশ সাল যে অভিনেত্রীর পরিশ্রমের যোগ্য ফল দিয়েছে, সেটা তাঁর ঝকঝকে মার্কশিট দেখলেই বেশ বোঝা যায়। বছরের প্রথমার্ধেই বক্স অফিসে ঝড় তুলেছে শুভশ্রী অভিনীত 'গৃহপ্রবেশ', 'ধূমকেতু'। তাঁর কেরিয়ারের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে বললেও অত্যুক্তি হয় না! কেরিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শুভশ্রী। তাই দর্শক-অনুরাগীদের ভালোবাসার পালটা উপহার দিতেও কম কসরত করছেন না। জন্মদিনেও শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী।

জানা গেল, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ওয়েটিং রুম'-এর শুটে অভিনেত্রী আপাতত ঝাড়খণ্ডে রয়েছেন। ছেলে ইউভানের আবদারে স্ত্রীকে সারপ্রাইজ দিতে সেখানে গিয়েছেন রাজ চক্রবর্তী। তার প্রাক্কালে অবশ্য সোশাল মিডিয়ায় নজর কেড়েছে রাজের আদুরে পোস্ট। যেখানে 'বার্থডে গার্ল'কে কোলে বসিয়ে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে রাজকে। এই ছবি যদিও দিন কয়েক আগের। তবে দম্পতির মিষ্টি সমীকরণ মন জয় করেছে অনুরাগীদের। জানা গেল, ইয়ালিনী বাড়িতে। তবে মায়ের জন্মদিন পালন করতে ফুল, কেক নিয়ে বাবার সঙ্গে ঝাড়খণ্ডে পাড়ি দিয়েছে ইউভান। কাজের মাধ্যমেই স্ত্রীর জন্মদিন উদযাপনে খুশি রাজও। শুধু কি তাই? পরিচালক বলছেন, ক্রিকেটপ্রেমী শুভশ্রীর জন্মদিনে 'উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের থেকে ভালো উপহার আর কী-ই বা হতে পারে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীল জার্সির নারীবাহিনী বিশ্বজয় করে যেভাবে লিঙ্গবৈষম্য ঘোচানোর বার্তা দিল, তাতে জন্মদিনের সেরা উপহার খুঁজে পেলেন শুভশ্রী।
  • রবিবাসরীয় রাতে 'উইমেন ইন ব্লু'র ইতিহাস গড়ার মুহূর্ত শেয়ার করে অভিনেত্রীর মন্তব্য, 'টিম ইন্ডিয়া আমার জন্মদিনকে আরও স্পেশাল করে তুলল।'
  • জন্মদিনেও শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী।
Advertisement