shono
Advertisement

Breaking News

Subhasree Ganguly

আমেরিকার রাস্তায় গ্রাফিতি! রাজপুত্রের কাণ্ড শেয়ার করে শুভশ্রী লিখলেন...

সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট ইউভানের কাণ্ড।
Published By: Sayani SenPosted: 04:11 PM Apr 26, 2025Updated: 04:11 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে চক। পা ছড়িয়ে রাস্তায় বসে রাজপুত্র। আপন মনে এঁকেই চলেছে। যাকে বলে গ্রাফিতিতে মন দিয়েছে খুদে। ছেলের কাণ্ড ইনস্টাগ্রামে শেয়ার করলেন মা শুভশ্রী। সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট ইউভানের কাণ্ড।

Advertisement

সোশাল মিডিয়ায় ওই ভিডিওতে আমেরিকার টুকরো ছবিও ফুটে উঠেছে। ভিডিওতে শোনা গিয়েছে 'তারে জমিন পর' ছবির সেই বিখ্যাত গান। ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, "আমার জান"। বিদেশে গ্রাফিতি বহুল পরিচিত। রাজপুত্রের কাণ্ডও মুগ্ধ করেছে সকলকে।

বিদেশের মাটি থেকে নিয়মিত নেটদুনিয়ায় আপডেট দিচ্ছেন শুভশ্রী। নানা ছবি পোস্ট করেছেন তিনি। সম্প্রতি ডিউনিল্যান্ডে ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতে চক। পা ছড়িয়ে রাস্তায় বসে রাজপুত্র। আপন মনে এঁকেই চলেছে। যাকে বলে গ্রাফিতিতে মন দিয়েছে খুদে।
  • ছেলের কাণ্ড ইনস্টাগ্রামে শেয়ার করলেন মা শুভশ্রী।
  • সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট ইউভানের কাণ্ড।
Advertisement