shono
Advertisement
Kiara Advani

অন্তঃসত্ত্বা অবস্থাতেই সেরেছেন শুটিং! 'টক্সিক'-এর লুক দেখে কিয়ারায় মুগ্ধ সিদ্ধার্থ

Toxic: স্ত্রীর 'টক্সিক' লুক দেখে কী বললেন সিদ্ধার্থ?
Published By: Arani BhattacharyaPosted: 04:29 PM Dec 24, 2025Updated: 04:46 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা অবস্থায় রুপোলি পর্দা থেকে দূরে থেকেও শিরোনামে উঠে এসেছিলেন কিয়ারা আডবানি (Kiara Advani)। 'ওয়ার ২' ছবিতে তাঁর বিকিনি লুকে ঘায়েল হয়েছিলেন দর্শক-অনুরাগীরা। সেই ধারা এবারেও অব্যাহত রাখলেন কিয়ারা। আগামী ছবি 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস' ছবিতে কিয়ারার নতুন লুক দেখে রীতিমতো চমকে গিয়েছে দর্শককুল। মা হওয়ার পর কাজে ফিরেই ফের চমকে দিয়েছেন কিয়ারা সকলকে। মণীশ মালহোত্রার ডিজাইন করা অফ শোল্ডার পোশাকে সেজে এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন ছবিতে কিয়ারা। আর তা দেখে অনুরাগীদের সঙ্গে মুগ্ধ হয়েছেন তাঁর অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মালহোত্রা।

Advertisement

এই ছবিতে কিয়ারার লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মন্তব্য এমন এক চরিত্রে আগে কখনওই কিয়ারাকে দেখা যায়নি। আর তাই তাঁর লুক বহুল প্রশংসিত হয়েছে। এককথায় দর্শক মুগ্ধ হয়েছেন বললেও খুব একটা ভুল হবে না। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশন ঘরানার এই ছবি। অন্তঃসত্ত্বা অবস্থায় 'ওয়ার ২' ছবিতে কিয়ারার বিকিনি লুক প্রকাশ্যে এলেও সেই ছবি মুক্তি পেয়েছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। দক্ষিণী তারকা যশের সঙ্গে এই ছবিতে নাকি অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং শুরু করেছিলেন কিয়ারা। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজে 'নাদিয়া' চরিত্রে অসামান্য লুকে তাক লাগিয়েছেন কিয়ারা। ছবিতে তাঁর চরিত্রের নাম 'নাদিয়া'। কিয়ারাকে এই রূপে দেখে প্রশংসায় পঞ্চমুখ সিদ্ধার্থ নিজেও। অভিনেত্রী-স্ত্রীকে উদ্দেশ্য করে আদুরে পোস্টে তিনি লেখেন, 'আমি জানি এই কাজের পেছনে তোমার কতটা কঠিন পরিশ্রম রয়েছে। এই ছবিটা দেখার জন্য আমি অপেক্ষায় রয়েছি।'

অন্যদিকে কিয়ারা নিজেও এই লুক নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'এ এমন একটা চরিত্রে যা আমার থেকে অনেক বেশি চেয়েছিল। অনেক কঠিন পরিশ্রম জড়িয়ে রয়েছে এর সঙ্গে। আমার নতুন ছবির এই লুক দেখে সত্যিই আমি ভীষণ খুশি।' এমনকি কিয়ারা এও জানিয়েছেন যে, শুটিংয়ের দিনগুলো খুব কঠিন ছিল। সেইসময়ে গর্ভের সন্তানের সঙ্গে কথা বলতেন কিয়ারা। তাকে শান্ত করতেন। আর এভাবেই নাকি শুটিং সেরেছিলেন অভিনেত্রী। কিয়ারার এই লুকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। বারবার নিজেকে নতুনভাবে মেলে ধরে দর্শকের কাছে নিজের এক আলাদা ইমেজ তৈরি করছেন সিদ্ধার্থঘরনি। ২০২৬ সালের ১৯ মার্চ এই ছবি বড়পর্দায় মুক্তির অপেক্ষায় দিন গুনছে। হিন্দি ও ইংরেজিতে তো বটেই একইসঙ্গে তেলুগু, তামিল, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ওয়ার ২' ছবিতে তাঁর বিকিনি লুকে ঘায়েল হয়েছিলেন দর্শক-অনুরাগীরা।
  • সেই ধারা এবারেও অব্যাহত রাখলেন কিয়ারা।
  • আগামী ছবি 'টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস' ছবিতে কিয়ারার নতুন লুক দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শককুল।
Advertisement