সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় প্রকাশ্যেই অভিনেতার উপর হামলা। 'ক্রাইম পেট্রোল' অভিনেতাকে দু বার ধারাল অস্ত্রের কোপ, মাথায় রড দিয়ে আঘাত করে পালাল জনৈক বাইক আরোহী। 'ক্রাইম পেট্রোল' অভিনেতা রাঘব তিওয়ারির (Raghav Tiwari) অভিযোগ, ভারসোভা থানায় অভিযোগ জানালেও যথাযথ পদক্ষেপ করা হয়নি।
ঠিক কী ঘটেছে? ৩০ ডিসেম্বরের ঘটনা। শপিং করে বন্ধুর গাড়িতে চেপে খুশিমনে নিজের বাড়ি ফিরছিলেন রাঘব। গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে গিয়েই বিপত্তি! এক বাইক আরোহীর সঙ্গে ধাক্কা লাগে তাঁর। তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান 'ক্রাইম পেট্রোল' অভিনেতা। কিন্তু হিতে বিপরীত হয়! ওই বাইক আরোহী পালটা অশ্রাব্য গালিগালাজ শুরু করতেই বচসা বাঁদে দুজনের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাইক আরোহী ছুঁরি বের করে কোপ দেওয়া শুরু করে। অভিনেতা জিজ্ঞেস করেন, কেন তাঁকে গালিগালাজ করা হচ্ছে? সেই প্রশ্ন শুনে তেড়েফুড়ে রাঘব তিওয়ারির দিকে যায় ওই বাইক আরোহী। ফের ছুঁরিকাঘাত করে। সেখানেই থামেনি। এলোপাথারিভাবে পেটে লাথি মারা শুরু করে। যার জেরে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান অভিনেতা। তারপর ব্যাগ থেকে মদের বোতল এবং একটি লোহার রড বের করে পর পর মারতে থাকে রাঘবকে। সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে একথাই জানিয়েছেন 'ক্রাইম পেট্রোল' অভিনেতা।
রাঘব তিওয়ারির কথায়, "ওই ব্যক্তির ছুঁরি দিয়ে আঘাত করার ধরন দেখে মনে হল ও এসবে সিদ্ধহস্ত।" ওই মত্ত বাইক আরোহিকে থামানোর জন্য রাঘব একটি কাঠ দিয়ে আঘাত করলে, সে আরও রেগে যায় এবং তাঁর মাথায় রডের আঘাত করে। 'ক্রাইম পেট্রোল' অভিনেতা জানিয়েছিলেন, "পরে জানতে পারি ওই বাইক আরোহী অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখের ছেলে মহম্মদ জায়েদ।" এরপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে চাইলে পুলিশ তার কথার কোনও আমল দেয়নি বলেই জানিয়েছেন তিনি। অভিনেতার কথায়, "সিসিটিভি ফুটেজে যথাযথ প্রমাণ থাকলেও ভারসোভা থানার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।"