shono
Advertisement
Swastika Mukherjee Paoli Dam

নারীকেন্দ্রিক ছবিতে টলিউডের দুই 'হেভিওয়েট' স্বস্তিকা-পাওলি, আসছে 'বিবি পায়রা'

দীর্ঘদিন বাদে একছবিতে দেখা যাবে দুই অভিনেত্রীকে। নেপথ্যে কোন পরিচালক?
Published By: Sandipta BhanjaPosted: 04:12 PM Feb 07, 2025Updated: 04:12 PM Feb 07, 2025

শম্পালী মৌলিক: আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন ইন্ডাস্ট্রির স্বার্থে, ভালো ছবির তাগিদে হেভিওয়েট হিরোরা জুটি বাঁধছেন, কিংবা এক ছবিতে দেখা দিচ্ছেন গুরুত্বপূর্ণ রোলে। এবার বাংলা ইন্ডাস্ট্রির অন‌্যতম শক্তিশালী দুই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‌্যায় (Swastika Mukherjee) এবং পাওলি দাম (Paoli Dam) জুটিকে দেখা যাবে অর্জুন দত্তর আগামী ছবি 'বিবি পায়রা'তে।

Advertisement

কাহিনি, চিত্রনাট‌্য, সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে। প্রসঙ্গত, ২০১৫ সালে মৈনাক ভৌমিকের 'ফ‌্যামিলি অ‌্যালবাম' ছবিতে পাওলি-স্বস্তিকাকে জুটিকে দেখেছিল দর্শক। তারপর সুমন মুখোপাধ‌্যায়ের 'অসমাপ্ত' (২০১৭) ছবিতে তাঁরা ছিলেন, তবে একসঙ্গে নয়। এত বছর পরে আবার তাঁদের একত্রে পাওয়া যাবে। স্বস্তিকার বিপরীতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। নিঃসন্দেহে ছকভাঙা এক জুটি উপহার পেতে চলেছেন দর্শকরা। এছাড়া অন‌্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সুব্রত দত্ত, অনিন্দ‌্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ‌্যায় ও লোকনাথ দে। ছবিটি সিচুয়েশনাল কমেডি। সামাজিকভাবে পিছিয়ে পড়া দুজন মহিলা, যাদের জীবন চলেছে প্রতিকূল পরিস্থিতির মধ‌্য দিয়ে। এবার কীভাবে তাদের জীবনের মোড় ঘুরবে? ভালো থাকার রাস্তার খোঁজে অসংখ‌্য ঝুঁকির সম্মুখীন হয় তারা। পাকেচক্রে চারপাশের মানুষদেরও সমস‌্যায় ফেলে দেয় তারা। পারবে কি দুজনে এই অভিযানে সফল হতে? এই নিয়ে গল্প এগোবে। পরিচালক বলছেন, "এরকম বিষয় নিয়ে বাংলা ছবি হয়নি। আমি ভীষণ এক্সাইটেড কাস্টিং নিয়ে। স্বস্তিকাদির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। পাওলিদির সঙ্গে ছোট একটা হিন্দি কাজ করেছি কিন্তু এখনও সেটা আসেনি। দুজনকে একসঙ্গে পেয়ে আমি খুব খুশি। দুজনেই অত‌্যন্ত পাওয়ারফুল অ‌্যাক্টর। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ নিয়েও আমি খুব উচ্ছ্বসিত। সুব্রত দত্ত রয়েছেন খুব ইন্টারেস্টিং চরিত্রে। এছাড়া আরও অনেক গুণী অভিনেতা যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে।"

স্বস্তিকা বলছেন, "'গুলদস্তা', 'শ্রীমতী'র পর অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। হ‌্যাটট্রিকের জন‌্য এর চেয়ে ভালো চরিত্র আর হত না (হাসি)। দারুণ সব অভিনেতাদের সঙ্গে কাজ করব, সেটা বাড়তি পাওনা। সারাজীবন আমাদের হাসতে শেখানো হয়, স্ট্রাগলের মধ্যেও, সত্যিই কি আমরা তাই পারি? এই ছবিতে তেমন একটা জার্নি থাকবে। এই চরিত্রটা করার জন‌্য আমি মুখিয়ে রয়েছি। খুশি হয়েছি অর্জুন আমাকে এমন একটা চরিত্র দিয়েছে বলে।" অন‌্যদিকে পাওলি বলছেন, "স্ক্রিপ্ট পড়েই বুঝেছি এই রোলটা করতে চাই। এইরকম চরিত্র সচরাচর লেখা হয় না। অর্জুনের সঙ্গে এমন ছবিতে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। প্রযোজককে ধন‌্যবাদ এমন নারীকেন্দ্রিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে এগিয়ে আসার জন‌্য।"

মূলত কমেডির মোড়কে মধ‌্যবিত্ত শ্রেণির জীবনের উপর আলোকপাত করবে এই ছবি। সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রতিম ভোল। মিউজিক ও ব‌্যাকগ্রাউন্ড স্কোর করছেন সৌম‌্য ঋত। সম্পাদনায় সুজয় দত্ত রায়। কস্টিউম করছেন পৌলমী গুপ্ত। অনির্বাণ চক্রবর্তী এই প্রথম অর্জুন দত্তর সঙ্গে কাজ করবেন। তিনি জানালেন, "ছবিটার অ‌্যাপ্রোচ খুব আলাদা। স্বস্তিকা, পাওলি, অনিন্দ‌্য সবার সঙ্গে একসঙ্গে এই প্রথমবার কাজ করব।" অত‌্যন্ত তাৎপর্যপূর্ণ চরিত্রে রয়েছেন অনিন্দ‌্য, তিনিও এই প্রোজেক্ট নিয়ে বেশ উত্তেজিত। আর সুব্রত দত্ত রয়েছেন পাওলির বিপরীতে। তিনি জানালেন, "এমন দুজন গুণী মানুষদের সঙ্গে প্রথমবার কাজ করব 'বিবি পায়রা' ছবিতে, পরিচালক অর্জুন এবং পাওলির সঙ্গে কাজ নিয়ে আমি খুবই আগ্রহী ছিলাম।" ছবির প্রযোজনায় 'নন্দী মুভিজ'। কিছু দিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন বাদে একছবিতে দেখা যাবে দুই অভিনেত্রীকে। নেপথ্যে অর্জুন দত্তর আগামী ছবি 'বিবি পায়রা'।
  • কাহিনি, চিত্রনাট‌্য, সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে।
  • অন‌্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, সুব্রত দত্ত, অনিন্দ‌্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ‌্যায় ও লোকনাথ দে।
Advertisement