shono
Advertisement

Breaking News

বীরের সঙ্গে ব্রেকআপের পর প্রথমবার প্রকাশ্যে তারা সুতারিয়া, বিমানবন্দরে এড়ালেন পাপারাজ্জিদের

'ব্রেকআপ' চর্চা নিয়ে 'স্পিকটি নট' বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়া। এবার সেই চর্চার মাঝেই মুম্বই এয়ারপোর্টে এই প্রথমবার একা ধরা দিলেন তারা। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন 'টক্সিক' অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 02:57 PM Jan 16, 2026Updated: 03:09 PM Jan 16, 2026

এ পি ধিলোঁর সঙ্গে মাখামাখির পরেই সম্পর্কে পড়েছে দাঁড়ি। যদিও এই নিয়ে 'স্পিকটি নট' বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়া। কিন্তু তাঁদের 'ব্রেকআপ' চর্চা নিয়ে রীতিমতো সরগরম বলিউড। এবার সেই চর্চার মাঝেই মুম্বই এয়ারপোর্টে এই প্রথমবার একা ধরা দিলেন তারা। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন 'টক্সিক' অভিনেত্রী।

Advertisement

শুক্রবার সকালে তারার জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষমান পাপারাজ্জিরা। তারাকে এক ঝলক ক্যামেরাবন্দি করার জন্য। কিন্তু তাঁদের রীতিমতো পাশ কাটিয়ে গেলেন তিনি। সেভাবে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতেও দেখা গেল না এদিন তারাকে। বিমানবন্দরের বাইরে এসে একবার কোনওরকমে ছবিশিকারীদের ক্যামেরা লক্ষ্য করে হাত নেড়ে বেরিয়ে যান তারা। ফিরেও তাকাননি তারপর । পাপারাজ্জিরা তাঁকে ক্যামেরাবন্দি করার জন্য নাম ধরে ডাকলেও তা বেপাত্তা করেন অভিনেত্রী। এমনকী সকলের সঙ্গে বজায় রাখেন দূরত্বও। তারাকে এদিন একা দেখার পর অনেকেই বীরের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে দু'য়ে দু'য়ে চার করেছেন। বিমানবন্দরের এই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। যা দেখে অনেকের মনেই ধারণা যে, বীরের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে প্রশ্নের সম্মুখীন না হতেই এদিন পাপারাজ্জিদের এক্কেবারে এড়িয়ে গিয়েছেন তারা।

 

বলে রাখা ভালো, বেশ কিছুদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন বীর পাহাড়িয়াও। সেই ছুটি কাটিয়ে ফেরার সময়ও তাঁর সঙ্গে দেখা যায়নি তারাকে। সঙ্গে শুধু ছিলেন জাহ্নবী কাপুর ও ভাই শিখর পাহাড়িয়া। শুধু তাই নয়, সেই ছবিও কারও নজর এড়ায়নি। এমনকী বৃহস্পতিবার, সোশাল মিডিয়ায় বীরের পোস্ট থেকেও অনেকের মনে হয়েছে যে, ইঙ্গিতবাহী পোস্টে তারাকেই বিঁধেছেন অভিনেতা। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'খারাপ হোক বা ভালো সময় সবার পালটায়।' গত বছরেই তারার সঙ্গে তোলা ছবিব পোস্ট করে আদুরে বার্তায় জানিয়েছিলেন সম্পর্কের কথা। ভালোই চলছিল সবকিছু। কিন্তু বছর শেষে মুম্বইয়ে এক কনসার্টে এ পি ধিলোঁর সঙ্গে মাখামাখির পরই সব চুপ। তাঁরা দু'জন মুখ না খুললেও একের পর এক ঘটনা ঘিরে তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement