স্টাফ রিপোর্টার: অনির্বাণ ভট্টাচার্য , পরমব্রত চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে টেকনিশিয়ানদের তরফে অসহযোগিতা কি এবার সর্বভারতীয় স্তরে গিয়ে পৌঁছবে? শুধু বাংলা নয়। এই মুহূর্তে তামিল ফিল্ম ফেডারেশনে প্রযোজকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে অসহযোগিতার পথে হেঁটেছেন কয়েক হাজার দক্ষিণী টেকনিশিয়ান। 'এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার' তরফে ঠিক হয়েছে, সর্বভারতীয় স্তরে যত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রয়েছে, টেকনিশিয়ানদের সব অ্যাসোসিয়েশনকেই এই আন্দোলনে অন্তর্ভুক্ত করা হবে। সেই সূত্রেই প্রোডিউসারদের বিরুদ্ধে এই আন্দোলনে বুধবার বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে চেন্নাই যাচ্ছেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি ঠিক করেছেন, তামিল টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে বাংলার সমস্যাও তুলে ধরবেন তিনি সেখানে।
এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে স্বরূপ বিশ্বাস বলেন, "তামিল টেকনিশিয়ানদের তরফ থেকে আমাকেও তাঁদের পাশে থেকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। যেভাবে আমি বাংলার টেকনিশিয়ানদের পাশে থাকি, সেভাবেই তামিল টেকনিশিয়ানদের পাশে থাকব। একই সঙ্গে সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানদের সব এমপ্লয়িজ অ্যাসোশিয়েশন সেখানে থাকবে। ফলে আমাদের বাংলার সমস্যাগুলিও সেখানে তুলে ধরা হবে। তামিল ফেডারেশন থেকে যেরকম তাদের সমস্যা আমাদের জানানো হয়েছে, আমরাও জানাব যে, আমাদের বিরুদ্ধে কীভাবে আদালতে মামলা করা হয়েছে।"
প্রযোজকদের বিরুদ্ধে অসহযোগিতার পথে হাঁটতে গিয়ে সর্বভারতীয় স্তরে যেভাবে টেকনিশিয়ানরা একত্রিত হচ্ছেন, তাতে সমস্যায় পড়তে পারেন অনির্বাণ, পরমব্রতরা। বাংলার টেকনিশিয়ানরা অলিখিতিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাঁরা যাঁরা ফেডারশনের বিরুদ্ধে আদালতে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অসহযোগিতার পথে হাঁটা হবে। যা পরমব্রত, অনির্বাণ-সহ অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলার এই তালিকাটা চেন্নাই গিয়ে সর্বভারতীয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের হাতে স্বরূপ তুলে দেবেন বলেই শোনা যাচ্ছে। তাতে পরমব্রতদের জন্য সমস্যা যে বাড়বে, বলাই বাহুল্য। কারণ অভিনেতা-পরিচালক বর্তমানে টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন চুটিয়ে।
