shono
Advertisement
Makar Sankranti

ঘুড়ি ওড়ালেন অক্ষয়, প্রাসাদে পার্টি নিমরতের, লহরি ও মকর সংক্রান্তি সেলিব্রেশনে বলি তারকারা

বি-টাউন জুড়ে একই রকম উৎসবের আমেজ।
Published By: Sulaya SinghaPosted: 05:24 PM Jan 14, 2025Updated: 05:24 PM Jan 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষ সংক্রান্তি। আর পৌষ মাসের শেষ দিন মানেই গোটা দেশে উৎসবের আমেজ। ১৪৪ বছর পর যেমন মহাকুম্ভে ভক্তদের সমাগম, তেমন গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বি-টাউন জুড়েও একই রকম উৎসবের আমেজ। কেউ মেতেছেন লহরি সেলিব্রেশনে, তো মকর সংক্রান্তিতে কেউ আবার হাতে তুলে নিয়েছেন লাটাই। চলুন দেখে নেওয়া যাক কোন তারকা কীভাবে সেলিব্রেট করলেন এই বিশেষ দিনটি।

Advertisement

প্রথমেই আসা যার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের কথায়। আপাতত ভূত বাংলো ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। তারই মাঝে পরেশ রাওয়ালের সঙ্গে ঘুড়ি ওড়ালেন খিলাড়ি কুমার। সেই সঙ্গে অনুরাগীদের জানালেন মকর সংক্রান্তির শুভেচ্ছা।

অভিনেত্রী নিমরত কৌর আবার তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে জমিয়ে পার্টি করলেন রাজস্থানে। বিকানেরের লক্ষ্মী নিবাস প্রাসাদে লহরি সেলিব্রেশনে তাঁর সঙ্গে ছিলেন রাইমা সেন, কবীর বেদী, কুণাল রায় কাপুর, সন্দীপা ধর-সহ অন্যান্যরা। ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন তাঁর পার্টির ছবি ও ভিডিও।

 

সাধারণত লহরিতে যেসব খাবার খাওয়া হয়, সেই সবের ছবি পোস্ট করেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল। বিগ বি অমিতাভ বচ্চনও এক্স হ্যান্ডেলে পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। এদিকে 'গেম চেঞ্জার' ছবির সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানালেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ।

 

বিয়ের পর প্রথমবার একসঙ্গে লহরি সেলিব্রেশন তারকা দম্পতি কৃতী খারবান্দা এবং পুলকিত সম্রাটের। নাচে-গানে পরিবারের সঙ্গে সময় কাটালেন তাঁরা।

অভিনেত্রী রবীনা টন্ডনও ছিলেন একেবারে উৎসবের মেজাজে। বন্ধু ও পরিবারের সঙ্গে লহরি উদযাপনের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অভিনেত্রী ভাগ্যশ্রীকেও দেখা গেল তাঁর সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৪৪ বছর পর যেমন মহাকুম্ভে ভক্তদের সমাগম, তেমন গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
  • বি-টাউন জুড়েও একই রকম উৎসবের আমেজ।
  • কেউ মেতেছেন লহরি সেলিব্রেশনে, তো মকর সংক্রান্তিতে কেউ আবার হাতে তুলে নিয়েছেন লাটাই।
Advertisement