shono
Advertisement
Ankush Hazra

অপারেশন সিঁদুর আবহে বাংলাদেশে যাওয়ার ইচ্ছাপ্রকাশ, হঠাৎ কী হল অঙ্কুশের?

সোশাল মিডিয়ায় নিজেই একটি ছবি শেয়ার করে একথা লেখেন অভিনেতা।
Published By: Sayani SenPosted: 05:10 PM May 08, 2025Updated: 05:10 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ। পহেলগাঁও হামলার বদলা নিতে এখনও ভারতের তরফে জারি অপারেশন সিঁদুর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিকই। তবে ওপার বাংলা কতটা সুরক্ষিত, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে ফের বাংলাদেশ যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোশাল মিডিয়ায় নিজেই একটি পোস্ট করে সেকথা জানান টলিউড অভিনেতা।

Advertisement

অঙ্কুশ সোশাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি সেলফি পোস্ট করেন। সঙ্গে লেখেন, "হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশ গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হল বাংলাদেশ।" পোস্টের শেষে তিনটি আদুরে ইমোজি দিয়েছেন।

টলিউডে একাধিক ছবি রয়েছে অঙ্কুশের। মন জয় করেছেন অনুরাগীদের। প্রায় সকলের ঘরের ছেলে হয়ে ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছেন তিনি। বাংলাদেশেও অঙ্কুশের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনেতাও নিজের সোশাল মিডিয়া পোস্টে সেকথা উল্লেখ করেছেন। তবে অঙ্কুশের পোস্ট নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। নেটিজেনদের একাংশ, তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে কেউ কেউ তাঁর আগের দিনের পোস্টের কথা উল্লেখ করে তুলোধোনা করেন। অপারেশন সিঁদুরের পর 'প্রতিবেশী'কে আগাম দিওয়ালির শুভেচ্ছা জানান অভিনেতা। ওই পোস্টে অনেকে তাঁকে বয়কটের হুঁশিয়ারি দেন।

সেই ক্ষতে প্রলেপ দিতে ১১ বছর আগে স্মৃতিচারণা অভিনেতা করেন বলেই দাবি নেটিজেনদের। যদিও সোশাল মিডিয়ায় বিতর্ক নিয়ে কোনও কথা বলেননি অভিনেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুর আবহে বাংলাদেশে যাওয়ার ইচ্ছাপ্রকাশ।
  • ১১ বছরের আগের স্মৃতিতে ডুব অঙ্কুশ হাজরার।
  • সোশাল মিডিয়ায় নিজেই একটি ছবি শেয়ার করে একথা লেখেন অভিনেতা।
Advertisement