shono
Advertisement
Federation Utkarsh Samman

পর্দার আড়ালে থাকেন ওঁরা, সেই কলাকুশলীদের সম্মান ফেডারেশনের, টলিপাড়ায় নয়া ইতিহাস

বাংলা বিনোদুনিয়ার ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ।
Published By: Sayani SenPosted: 09:33 PM Dec 14, 2025Updated: 09:39 PM Dec 14, 2025

নিরুফা খাতুন: সিনেমা হোক বা সিরিয়াল ক্যামেরার সামনে থাকা, শিল্পী ও তারকাদের অনেক পুরস্কারে সম্মানিত করা হয়। ক্যামেরার পিছনে থাকা কলাকুশলীরা আড়ালে থেকে যান। এই প্রথম ক্যামেরার পিছনে থাকা কলাকুশলীদের সম্মানিত করল ফেডারেশন। রবিবার টালিগঞ্জ স্টুডিও পাড়ায় এক নতুন ইতিহাস রচনা হল। টেকনিশিয়ান স্টুডিও আয়োজিত হল 'ফেডারেশন উৎকর্ষ সম্মান ২০২৪'। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স এন্ড ওয়ারকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগেই প্রথমবার এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিনোদুনিয়ার ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। দেশের মধ্যেও এই প্রথম এভাবে কলাকুশলীদের সম্মানিত করলেন ফেডারেশনের সভাপতি। যা ঐতিহাসিক দিন হিসেবে লেখা থাকবে বাংলা চলচ্চিত্র জগতে।

Advertisement

এদিন ফেডারেশনের অন্তর্গত ২৭ টি গিল্ডের বিভিন্ন কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিলেন বিশিষ্ট অতিথিরা। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, "গত বছর যে সব কলাকুশলী জাতীয় সম্মান পেয়েছিলেন তাঁদেরকে সম্মানিত করেছিল ফেডারেশন। সেই সময় থেকেই ভাবনায় ছিল উৎকর্ষ সম্মান প্রবর্তনের। এই প্রয়াস মূলত সেই সব কলাকুশলীদের মর্যাদা দিতে তৈরি, যাঁরা নীরবে দিনের পর দিন কাজ করে যান, অথচ আলোয় আসার সুযোগ পান না। ফেডারেশন গঠিত হয়েছে মোট ২৭টি গিল্ডের সমন্বয়ে। সেই ২৭টি গিল্ডের মধ্যেই রয়েছেন অসংখ্য সিনেকর্মী, যাঁদের অবদান অসামান্য। তাঁদেরই যোগ্য সম্মান দেওয়ার উদ্দেশ্যেই এই প্রয়াস-যা পশ্চিমবঙ্গে এই প্রথম।"

ফেডারেশন উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে স্বরূপ বিশ্বাস-সহ একঝাঁক টলিউড তারকা

অনুষ্ঠানের শুরু হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল , জয়দীপ মুখোপাধ্যায়, প্রযোজক নীলাঞ্জনা শর্মা, চিত্রসম্পাদক অর্ঘ্যকমল মিত্র, ফেডারেশনের পক্ষে সুজিত হাজরা এবং জয়চন্দ্র চন্দ্র প্রমূখ। প্রসেনজিৎ বলেন, "এমন সুন্দর উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ স্বরূপ বিশ্বাসকে এবং ফেডারেশনকে।  আমার প্রায় সাড়ে চারশো ছবিতে অভিনয় হয়ে গেল। পাশে কলাকুশলীরা না থাকলে আমরা কেউ অভিনেতা বা পরিচালক হয়ে উঠতাম না। আমরা আজকে এই জায়গায় পৌঁছানোর প্রতিটি কলাকুশলীর অবদান আছে।এত বছর এই জগতে আছি এই ধরনের উদ্যোগ কখনও নেওয়া হয়নি। আরও আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল।"

তিনি আরও বলেন, "স্বরূপ প্রথম এগিয়ে এসেছেন। তিনি যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন তাঁকে ধন্যবাদ জানাই। ফেডারেশনের এই উৎকর্ষ সম্মান কলাকুশলীদের আরো বেশি করে প্রাণিত করবে ভালো কাজ করার জন্য।" দেব বলেন, "সিনেমা হিরো ছাড়া হতে পারে কিন্তু টেকনিশিয়ান ছাড়া সম্ভব নয়। ক্যামেরার পিছনে থাকেন যাঁরা তাঁরাই এই ইন্ডাস্ট্রি মেরুদণ্ড। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ফেডারেশনের সভাপতির উদ্যোগে এই যুগলবন্দি ঘটল। এরকম আয়োজন দেশের কোথাও হয়নি। বাংলা পথ দেখাচ্ছে এরকমভাবেও কলাকুশলীদের স্বীকৃতি ও সম্মান জানানো যায়।" ২৭টি গিল্ডের বিভিন্ন পর্যায়ের কলাকুশলীদের হাতে উৎকর্ষ সম্মান তুলে দেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমূখ। ফেডারেশনের উৎকর্ষ সন্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসপাল রাণে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহনা, শ্রীজিৎ রায়, সুশান্ত দাস, পাভেল, জুন মালিয়া, অঙ্কুশ , ঐন্দিলা প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টলিপাড়ায় নতুন ইতিহাস রচনা।
  • ক্যামেরার পিছনে থাকা কলাকুশলীদের সম্মান ফেডারেশনের।
  • বাংলা বিনোদুনিয়ার ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল।
Advertisement