সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' জিৎ। সিনেমায় অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি যেটুকু সময় পান, পরিবারের জন্যই সেটা বরাদ্দ রাখেন। বছর শেষে বিনোদুনিয়ার তারকারা যখন সকলে ছুটির মেজাজে তখন জিৎ নিজেও ব্যতিক্রম নন। কেউ থাইল্যান্ড, কেউ বালিতে আবার কেউ বা ইউরোপকে হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন, তখন সপরিবারে জিৎ গেলেন মরুশহরে।
তিনি টলিউডের 'সুলতান'। নিজের সাম্রাজ্যে তিনি একাই রাজা। অভিনয় কিংবা প্রযোজিত সিনেমা দিয়ে তিনি আগেভাগেই সেটা বুঝিয়ে দিয়েছেন। লাইমলাইট থেকে বরাবর দূরে থাকাই নাপসন্দ জিতের। ইন্ডাস্ট্রির কোনও পার্টিতেও তাঁকে দেখা যায় না। টলিউড সুপারস্টারের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই হয় সিনেমার প্রচার কিংবা পারিবারিক মুহূর্ত চোখে পড়ে। বর্ষশেষেও 'ফ্যামিলি ম্যান' হিসেবে দেখা গেল জিৎকে। মরুশহরে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখান থেকেই বালুকাবেলায় ছেলে রোনাভকে কোলে নিয়ে খেলার ভিডিও শেয়ার করলেন অভিনেতা। সেই মিষ্টি মুহূর্ত দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।
সিনেমা মতোই রোনাভের সঙ্গে ডিতের ভিডিও ব্লকবাস্টার। আদুরে ভিডিও শেয়ার করে ক্যাপশনে শুধু হৃদয় এবং আশীর্বাদের ইমোজি দিয়েছেন তিনি। নেপথ্যে বাজছে, 'তু জো মিলা' গানটি। তবে কোথায় বেড়াতে গিয়েছেন? সেটা জানাননি। কারণ জিৎ বরাবরই এইবিষয়ে গোপনীয়তা বজায় রাখেন। ২০২৩ সালের অক্টোবর মাসে জিৎ-মোহনার সংসার আলো করে জন্ম নেয় ফুটফুটে রোনাভ। গত মাসেই ধুমধাম করে একবছরের জন্মদিন পালন করেছেন। এই বড়দিনেই আবার জিৎকন্যা নবন্যা মিউজিক ভিডিওয় অভিনয় করে গ্ল্যামার দুনিয়ায় অভিষেক ঘটিয়েছে। এবার বর্ষশেষে মরুশহরে ছুটির মেজাজে টলিউড সুলতান।