shono
Advertisement
Virat Kohli and Anushka Sharma

সিডনির রাস্তায় হাতে-হাত রেখে বর্ষবরণ বিরাট-অনুষ্কার, ভিডিও ভাইরাল

নতুন বছরে চেনা ফর্মে ফিরবেন কোহলি?
Published By: Arpan DasPosted: 09:19 AM Jan 01, 2025Updated: 09:36 AM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের উৎসবে মেতেছে গোটা বিশ্ব। মহা সমারোহে আমন্ত্রণ জানানো হচ্ছে ২০২৫ সালকে। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছবি। সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কলও। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিরুষ্কার ভিডিও।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফির এখনও একটি ম্যাচ বাকি। পঞ্চম তথা শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে সিডনিতেই। মেলবোর্নে হেরে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ব্যাটে রান নেই বিরাট কোহলিরও। যদিও কঠিন সময়ে পাশে আছেন স্ত্রী অনুষ্কা। এমসিজি-তে বিরাটের আউট হওয়ার পর হতাশায় মুখ ঢেকেছিলেন বলি অভিনেত্রী। নতুন বছরে হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া কোহলি।

সিডনি টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। তার আগে সিডনির রাস্তায় হাতে-হাত ধরে বর্ষবরণের উৎসবে মাতলেন বিরাট-অনুষ্কা। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সেলিব্রিটি জুটি হেঁটে বেড়াচ্ছেন। দুজনেরই পরনে ছিল কালো পোশাক। সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কল। নেটিজেনদের একাংশের ধারণা, সম্ভবত নববর্ষের কোনও পার্টিতে যাচ্ছেন তাঁরা। তবে সেটা জল্পনাই মাত্র। এমনিতে ভারতের সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে সিডনির সময়। ফলে এদেশের আগেই সেখানে শুরু হয়ে যায় বর্ষবরণের উদযাপন। তার মধ্যেই ভাইরাল সিডনির রাস্তায় হাতে-হাত ধরা বিরুষ্কার ছবি।

উল্লেখ্য, ক্রিসমাসের দিন সকালে মেলবোর্নের একটি ক্যাফেতে আচমকা হাজির হয়েছিলেন দুজনে। শেফকে ধন্যবাদ জানাতে বিরাট নিজেই হাজির হন রান্নাঘরে। সবার সঙ্গে ছবিও তোলেন তিনি। অন্যদিকে সোশাল মিডিয়ায় তখন ছড়িয়ে পড়ে বিরুষ্কার আরও একটি ভিডিও। পায়ে হেঁটে দুজনে ঘুরে দেখছেন মেলবোর্ন শহর। এবার দেখার নতুন বছরে ব্যাট হাতে চেনা 'কিং' কোহলি ফেরেন কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের উৎসবে মেতেছে গোটা বিশ্ব। মহা সমারোহে আমন্ত্রণ জানানো হচ্ছে ২০২৫ সালকে।
  • ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। বর্ষবরণের রাতে সিডনির রাস্তায় ধরা পড়ল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ছবি।
  • সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কলও। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিরুষ্কার ভিডিও।
Advertisement