shono
Advertisement
Aishwarya Rai Bachchan

অভিষেক-অমিতাভে আছেন, যত্ত সমস্যা শাশুড়ি জয়া! কেন বিয়ে বাড়ি গেলেন না ঐশ্বর্য?

সম্প্রতি এক কাছের মানুষের বিয়েতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও অভিষেক হাজির থাকলেও, ঐশ্বর্য ও আরাধ্যা ছিলেন মিসিং!
Published By: Akash MisraPosted: 08:24 PM Dec 30, 2024Updated: 08:25 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও আছে, কখনও নেই। গোটা বছর এমনই ছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের রিলেশনশিপ স্যাটাস। অন্তত, নিন্দুকরা তো এমনটাই রটিয়ে ছিলেন। তবে দাম্পত্য় নিয়ে একটিবারও মুখ না খুলেও, রটনায় দারুণ হিট বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য। বরং সোশাল মিডিয়ায় তাঁদের নানা পোস্টেই নানা সময়, নানা খবর রটে যায়। এই যেমন, সম্প্রতি এক কাছের মানুষের বিয়েতে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও অভিষেক হাজির থাকলেও, ঐশ্বর্য ও আরাধ্যা ছিলেন মিসিং! আর তা থেকেই ফের রটে গেল অভিষেক ও ঐশ্বর্যর দাম্পত্য কলহের গপ্পো। নিন্দুকরা বলছেন, জয়া বচ্চনের জন্যই যত অশান্তি। আর জয়া নাকি যে অনুষ্ঠানেই যান, সেই অনুষ্ঠান থেকে দূরে থাকেন ঐশ্বর্য!

Advertisement

তবে সূত্র বলছে, এবারটি নাকি শহরেই নেই ঐশ্বর্য ও আরাধ্যা। জানা গিয়েছে, ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছেন দুজনে। আর সেই কারণেই নাকি বিয়েতে থাকতে পারেননি। এখানেও খুঁত বের করেছেন নিন্দুকপাড়া। অভিষেককে সঙ্গে না নিয়ে যাওয়ার পিছনেও খোঁজা হচ্ছে অন্য অর্থ।

অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোর প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। এবার মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ডিভোর্সের গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়ে কাছাকাছি ধরা দিলেন তাঁরা। উল্লেখ্য, অমিতাভ এলেও ঠাকুমা জয়া বচ্চন কিন্তু আসেননি নাতনির স্কুলের অনুষ্ঠানে। গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। শোনা গিয়েছিল, মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে সম্প্রতি মেয়ের স্কুলের প্রোগামে পৌঁছে সেই বরফ যেনন গলিয়ে দিয়েছেন ঐশ্বর্য ও অভিষেক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোর প্রবেশ করেছে।
  • এবারটি নাকি শহরেই নেই ঐশ্বর্য ও আরাধ্যা।
Advertisement