সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টম ক্রুজ, সিনেপ্রেমীদের জন্য এই নামটাই যথেষ্ট। সুদর্শন টম ক্রুজের অভিনয়ে ঠিক যেভাবে মুগ্ধ হয়েছেন দর্শক, সেভাবেই তাঁর সুদর্শন রূপ মন কেড়ে নিয়েছে বহু অষ্টাদশীর। তবে এসবেই থেমে থাকেননি তিনি। ষাট বসন্ত পেরিয়ে এসেও অভিনয়ের খিদে এতটুকু মেটেনি তাঁর। তাই বারবার নিত্যনতুন চরিত্রে নিজেকে ভেঙেছেন তিনি। আর সেই পরিশ্রম, সাধনার ফল হাতেনাতে পেলেন কিংবদন্তি। প্রমাণ করে দিলেন 'মিশন ইমপসিবল' নয়, বরং তা এক্কেবারেই 'পসিবল'। ষাটের দোরগোড়ায় এসে অস্কার পেলেন টম ক্রুজ। পেলেন গভর্নরস অ্যাওয়ার্ডস।
হলিউডে তাঁর বহু অবদান। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে তাঁকে এই সম্মান প্রাপ্তিতে। অবশেষে সাম্মানিক অস্কার পেলেন টম। তবে তা হাতে পেয়ে নিজের দর্শককে ধন্যবাদ জানিয়েছেন টম। বললেন, "ছবি তৈরিই শুধু আমার পেশা নয়, বরং আমিই আস্ত একটা ছবি।' আর তাঁর এই কথা শুনে করতালিতে ফেটে পড়ল প্রেক্ষাগৃহ। এখানেই শেষ নয়, নিজের দীর্ঘ অভিনয় জীবনের সমস্ত সাফল্যের কৃতিত্ব দিলেন নিজের দর্শককে। পছন্দের অভিনেতার ফিল্মি জার্নির এই সম্মানপ্রাপ্তিতে অনুরাগীরা বলছেন, 'টম অস্কার পেলেন না। অস্কার টমকে পেল।'
টমের অভিনয়জীবনের এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। শুভেচ্ছা জানিয়ে অনিল টম ক্রুজের উদ্দেশ্যে লিখেছেন, 'প্রিয় বন্ধু, তোমার অভিনয়জীবনের এই সাফল্যে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। তোমার এই প্রাপ্তি বহু অভিনেতার জন্য অনুপ্রেরণা হয়ে আসবে যাঁরা কিনা সিনেমার জন্য নিজেদের সবটা উজাড় করে দেন।" উল্লেখ্য, ২০১১ সালে অনিল কাপুর ও টম ক্রুজ জনপ্রিয় 'মিশন ইমপসিবল: ঘোস্ট প্রোটোকল'-এ একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরুয়াত। যা আজও তা অটুট রয়েছে।
