সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'টোয়াইলাইট' ছবিতে রবার্ট প্যাটিনসনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন ক্রিস্টেন স্টিউয়ার্ট। 'স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান', 'অন দ্য রোড' থেকে 'ইনটু দ্য ওয়াইল্ড', 'চার্লিস অ্যঞ্জেলস'-এর মতো একাধিক হলিউড সিনেমায় নিজের অভিনয়গুনে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এবার সমকামী প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ফের একবার চর্চার শিরোনামে ক্রিস্টেন।
বছরখানেক ধরেই পশ্চিমী বিনোদুনিয়ার জনপ্রিয় চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিস্টেন স্টিউয়ার্ট। কোভিডের আগে ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। তার বছর দুয়েক বাদে ২০২১ সালে ক্রিস্টেন সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন ডিলান মেয়ারের সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তিনি। এবার তার বছর চারেক বাদে শোনা গেল, এপ্রিল মাসের ২০ তারিখ, চিত্রনাট্যকার ডিলানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
ক্রিস্টেন স্টিউয়ার্ট
জানা যায়, লস অ্যাঞ্জেলসে একেবারে ঘনিষ্ঠ মহলকে সাক্ষী রেখেই সারাজীবন একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছেন হলিউডের এই সমকামী দম্পতি। একেবারে অনাড়ম্বর ভাবে নিজের বাড়িতেই বিয়েটা সেরে ফেলেছেন ডিলান মেয়ার এবং ক্রিস্টেন স্টিউয়ার্ট। হলিউড মাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহেই লস অ্যাঞ্জেলসের আদালতের তরফে বিয়ের জন্য ছাড়পত্র পেয়েছিলেন সমকামী দম্পতি। তবে তাঁদের বিয়ের খবর কাকপক্ষীতেও টের পায়নি! আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অ্যাশলে বেনসন এবং তাঁর স্বামী ব্র্যান্ডন ডেভিস। এদিকে ক্রিস্টেনের আবেদন বহু পুরুষ হৃদয়েও ঝড় তুলেছিল। নায়িকার সমকামী বিয়ের খবর পেয়ে যে তাঁদের হৃদয় ভেঙে খান-খান , সেটা সোশাল মিডিয়ায় ছয়লাপ হওয়া পোস্টেই বেশ ঠাহর করা যাচ্ছে।
