সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার আকাশ যখন মেঘলা। ঠিক তখন উজানের চোখ কিন্তু মেঘে ভরা নীল আকাশের দিকে। কেননা, উজান এখন ভেসে রয়েছেন ভাবনার ভেলায়। আর তাঁর ভাবনাতে দুটোই কথা ঘুরপাক খাচ্ছে, অক্সফোর্ডে পিএইচডি নাকি সিনেমা। আর এই দোলাচলকে সঙ্গে নিয়েই ফেসবুকে মনের হালহকিকত লিখে ফেললেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্য়ায়ের ছেলে উজান গঙ্গোপাধ্য়ায়।
উজান ফেসবুকে লিখলেন, ''সেদিন আকাশে লেখা ছিল, যে অক্সফোর্ডে DPhil করার সুযোগ ছেড়ে দিয়ে আমি কলকাতা ফিরে আসবো। অভিনয় করতে, গল্প বুনতে। হয়তো একদিন ডক্টরেট করার ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকবো সেই ঠান্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত, আমার সিনেমার পোকা গাইছে - "যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়!''
[আরও পড়ুন: কালীঘাটে আহানা কুমরা, কারণ অমিতাভ বচ্চন!]
প্রথম থেকেই পড়াশুনোয় বেশ ভালো উজান। সঙ্গে সিনেমার পর্দাতেও অভিনেতা হিসেবে চমক দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তরের পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্বসাহিত্যে স্নাতকোত্তর সেরেছেন তিনি। অক্সফোর্ডেই উচ্চশিক্ষার পরিকল্পনা ছিল তাঁর। এত ভালো ছাত্রর গবেষণায় আসাটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন অক্সফোর্ডের অধ্য়াপকরা। উজানকে সেটা জানিয়ে ছিলেন। কিন্তু উজানের মন সিনেমায়, পরিচালনায়, অভিনয়ে। এমনকী, তাঁর মা চূর্ণী গঙ্গোপাধ্য়ায়ও চান উজান সিনেমার সঙ্গেই যুক্ত থাকুক। আর তাই তো ছেলের মন যখন দোলাচলে, ঠিক তখনই কাঁধে হাত রাখলেন মা চূর্ণী। ফেসবুক পোস্টেই চূর্ণী লিখলেন, ''আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার পারবে। সেই সুদূর ঠান্ডা সূর্যহীন দেশের হাতছানিও বড় সাংঘাতিক। তা উপেক্ষা কোরো না।”
'রসগোল্লা', 'লক্ষ্মীছেলে' ছবির পর এই মুহূর্তে বেশ কিছু ওয়েব শো-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। একটি অ্যানিমেটেড শো-এর চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন উজান।
