সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে উর্বশী (Urvashi Rautela)। ৪০ কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন, যে তাতে রীতিমতো পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরা বিরক্ত হয়ে যান!
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) যোগ দেওয়া ভারতীয় সেলেবদের মধ্যে উর্বশী রাউতেলাও রয়েছেন। বরাবরই মডেল-অভিনেত্রীকে নিয়ে অনুরাগীমহলে আলাদা কৌতূহল রয়েছে। দেশের বাইরেও তাঁর ভক্তের সংখ্যা নেহাত মন্দ নয়! স্বাভাবিকভাবেই কান-এর গালিচায় নজর ছিল তাঁর দিকে। চড়া মেকআপ, রং-বাহারি পোশাক নিয়ে ইতিমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। উর্বশীর কান লুক ভাইরাল হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল-মিমের পাহাড়। এবার সেই বিতর্কযজ্ঞেই ঘৃ়তাহূতির কাজ করল একটি নতুন ভিডিও। যেখানে নাকি উর্বশীকে সাফ রেড কার্পেট থেকে সরে যেতে বলা হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, উর্বশী খুব খুশি মনে কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় পোজ দিচ্ছেন। মেলে ধরেছেন নিজের রঙিন পোশাক। কিছুক্ষণের মধ্যেই তাঁকে কার্পেট থেকে সরে যেতে বলেন জনৈক নিরাপত্তারক্ষী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই নেটপাড়ার একাংশের অনুমান, কান-এ গিয়েও 'অপমানিত' উর্বশী রাউতেলা। বলিউড মাধ্যম সূত্রে খবর, উর্বশীর নেওয়া জুডিথ লেইবার ক্রিয়েশনের তৈরি কাকাতুয়া ব্যাগের দাম ৪ লক্ষ ৮৫ হাজার টাকা। তবে তাকেও ছাড়িয়ে গিয়েছে পোশাকের দাম। মিশেল কিন্কো ব্র্যান্ডের এই গাউনের দাম ৪.৮৪ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০.১৯ কোটি। আর সেই খবর ফাঁস হতেই ফের ট্রোলড অভিনেত্রী। নিন্দুকদের মন্তব্য, 'বহুমূল্য পোশাক পরেও কান-এর কার্পেটে পাত্তা পেলেন না উর্বশী!'
