সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ম্যাচ মানেই গ্যালারিতে সুন্দরী উর্বশীর (Urvashi Rautela) উপস্থিতি। রবিবারও তার অন্যথা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ (India-Pakistan Match) দেখতে দুবাইয়ে পৌঁছে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। আর সেখানেই গ্যালারিতে বসে দারুণ সারপ্রাইজ পেলেন মডেল-অভিনেত্রী।

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার ৩১ বছরে পা দেবেন উর্বশী। তার প্রাক্কালেই ভারতের হয়ে গলা ফাটাতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। আর সেই 'চিয়ারলিডারের' জন্যই কিনা চলে এল চেরি দেওয়া চকোলেট কেক। একেবারে অপ্রত্যাশিতভাবেই এমন সারপ্রাইজ পেয়ে যারপরনাই আপ্লুত অভিনেত্রী। সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। পরনে গোলাপি লং ড্রেস। খোলা চুল। মুখে চওড়া হাসি। মহিলা স্টেডিয়াম কর্মীর হাত থেকে কেক নেওয়ার সময়ে লাজে রাঙা হয়ে গেলেন উর্বশী রাওতেলা। পালটা ধন্যবাদও জানাতে ভুললেলন না তিনি। তবে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দেখে নেটপাড়ার কৌতূহল, ভারত-পাক ম্যাচের গ্যালারিতে উর্বশীর জন্য এমন সারপ্রাইজ পাঠালেন কে? অনেকে আবার ঋষভ পন্থের কথা মনে করিয়ে দিলেন। তাহলে কি ঋষভ পন্থের ধ্যান ভঙ্গ করতে পারলেন শেষমেশ উর্বশী রাওতেলা? এমন ভাবনা মনে উঁকি দেওয়া অস্বাভাবিক নয়!
যদিও সেই কেক কে পাঠালেন মডেল-অভিনেত্রীকে? তাঁর খোঁজ মেলেনি, তবে রবিবার গ্যালারিতে যে চুটিয়ে মজা করেছেন উর্বশী, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিয়েই বোঝা গেল। দক্ষিণী পরিচালক সুকুমারের সঙ্গেও সেখান থেকে ছবি শেয়ার করেছেন তিনি। সম্প্রতি 'ডাকু মহারাজ' সিনেমায় উর্বশীর আইটেম ডান্স নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, একটা পারফরম্যান্সের জন্য ৯.২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই আবহেই রবিবার দুবাইয়ের গ্যালারিতে ফের দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী। তবে তাঁর 'কেক রহস্য' নিয়ে কৌতূহলের অন্ত নেই! উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছরদুয়েক আগে থেকে এই জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তাঁর খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ।