সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডভান্স বুকিংয়ের হিড়িক দেখেই আভাস মিলেছিল যে ‘ছাবা’ (Chhaava) পয়লা দিনেই ঝড় তুলে দেবে। সিনে বিশেষজ্ঞরাও ভবিষ্যদ্বাণী করেছিলেন, ভিকির ফিল্মি কেরিয়ারে সবথেকে বড় 'ওপেনিং' হতে চলেছে এই ছবি। সেই ভবিষ্যদ্বাণীই যে সত্যি হল, সেটা জানান দিচ্ছে বক্স অফিসের (Chhaava Box Office) রিপোর্ট। মাত্র তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে পঁচিশের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলল ভিকি কৌশলের (Vicky Kaushal) 'ছাবা'। যা কিনা অভিনেতার ফিল্মি কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও 'বড় ওপেনার' হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পয়লা দিনে 'ছাবা'র আয় ৩৩ কোটি, দ্বিতীয় দিন শনিবারে তা আরও বেড়েছে। ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে 'ছাবা'। রবিবারের আয় সবথেকে বেশি। ৪৯.৬৩ কোটি টাকা। আর সোমবার বিকেল পর্যন্ত ৬.৬৭ কোটি। সবমিলিয়ে তিন দিনেই ১০০ কোটি পার 'ছাবা'র। মোট ১২৫.২৬ কোটি টাকার ব্যবসা করে পঁচিশ সালের শুরুতেই 'ছাবা'র সুবাদে হুঙ্কার ছাড়ল বলিউড। সোমবার সেই উপলক্ষেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল। পরনে কুর্তা-পাজামা। পায়ে কোলাপুরি চপ্পল। ট্র্যাডিশনাল পোশাকে মন্দিরের গর্ভগৃহে দেখা গেল ভিকিকে। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে বাবুলনাথ মন্দিরে প্রবেশ করলেন অভিনেতা। ভক্তিভরে পুজোও দিলেন। 'ছাবা'র সফল রিপোর্টকার্ডের মাঝেই সেই ছবি আপাতত ভাইরাল।
'ছাবা'র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল (Vicky Kaushal)। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব গেল 'ছাবা'র ঝুলিতে।
