সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ছাবা", শুক্রবারই অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে যোগ দিয়ে ভিকি কৌশলের (Vicky Kaushal) 'পিঠ চাপড়ে' দিয়েছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মারাঠা আবেগে শাণ দিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যে যারপরনাই বাকরুদ্ধ পর্দার 'সম্ভাজি'। অতঃপর মোদিস্তুতি করে প্রতিক্রিয়াও এল ভিকির তরফে।

'ছাবা' দেখে প্রেক্ষাগৃহ থেকে কাঁদতে কাঁদতে বেরচ্ছেন দর্শকরা। শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, "গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে এই সিনেমা। মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র, হিন্দি সিনেমাকেও উচ্চস্তরে পৌঁছে দিয়েছে মারাঠি। আর আজকাল তো 'ছাবা' নিয়ে গোটা দেশে চর্চা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাসে সম্ভাজি মহারাজের বীরত্বের কাহিনি তুলে ধরা হয়েছিল।" স্বয়ং প্রধানমন্ত্রীর তরফে প্রশংসা পেয়ে বেজায় আপ্লুত টিম 'ছাবা'। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস আপাতত সাফল্যের জোয়ারে ভাসছেন। সপ্তম স্বর্গে ভিকি কৌশল, রশ্মিকা মন্দানাও (Rashmika Mandana)। জুটিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানালেন। মোদির মন্তব্য শেয়ার করে ভিকি বলছেন, 'এতটাই সম্মানিত বোধ করছি যে বাকরুদ্ধ হয়ে পড়েছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ মোদিজি।' রশ্মিকার মন্তব্য, 'এটা সত্যিই আমাদের কাছে ভীষণ গর্বের এবং সম্মানের। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোদিজি।'
এদিকে বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ছাবা’ (Chhaava)। প্রেমদিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিলিজের দিন কয়েকের মধ্যেই বিজয়রথ ছুটিয়েছে। মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটির ব্যবসা করা ছবি নিয়ে দর্শকদেরও উন্মাদনা তুঙ্গে। কেউ ছত্রপতি সম্ভাজি সাজে ঘোড়ার পিঠে চড়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন, তো কেউ বা আবার হলের পর্দা ছিঁড়ে উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। সবমিলিয়ে 'ছাবা' জ্বরে আক্রান্ত দেশের দর্শক-অনুরাগীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিহাস ভিত্তিক এই সিনেমা দেখে প্রশংসায় ভরালেন টিম 'ছাবা'কে। এই কদিনে শুধু ভারতেই আয় হয়েছে ২৬০ কোটির উপর। দেশের দুই রাজ্য মধ্যপ্রদেশ ও গোয়াতে সম্প্রতি করমুক্ত করা হয়েছে ভিকি কৌশলের ছবিকে। বক্স অভিসে ব্যবসার গ্রাফ দেখে অভিনেতার মন্তব্য, "এবার থেকে ছত্রপতি সম্ভাজি মহারাজ আর কেবল ইতিহাসের পাতায় রয়ে যাওয়া নায়ক থাকলেন না। আর কেউ আনসাং হিরো বলবে না।"
প্রসঙ্গত, 'ছাবা'র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য। আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল। একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা। এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। ১৪ তারিখ রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ছুটেছেন ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারেরর পাশাপাশি কখনও সিদ্ধিবিনায়কে পুজো দিয়েছেন আবার কখনও মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করে এসেছেন। এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন ভিকি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় ফিল্মি ওপেনিংয়ের খেতাব জিতে নিল 'ছাবা'।