shono
Advertisement
Vijay Sethupathi

'২ মিনিটের খ্যাতি উপভোগ করুক মেয়েটা', যৌন হেনস্তার অভিযোগে মুখ খুললেন বিজয় সেতুপতি

আইনি পদক্ষেপ করে বিস্ফোরক দক্ষিণী সুপারস্টার। কী জানালেন?
Published By: Sandipta BhanjaPosted: 03:02 PM Jul 31, 2025Updated: 03:02 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে জাতীয় পুরস্কার। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও বিজয় সেতুপতির কদর কম নয়! 'মেরি ক্রিসমাস', 'জওয়ান'-এর পর রণবীর কাপুরের 'রামায়ণ'-এও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনেতা। সম্প্রতি সেই দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধেই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, মাদক সেবন থেকে আর্থিক তছরুপের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রম্য মোহন জনৈক মহিলা। দিন কয়েক ধরেই সংশ্লিষ্ট বিষয়ে তোলপাড় দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি! নেটভুবনেও মারাত্মক সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে অভিনেতাকে। যদিও এযাবৎকাল চুপই ছিলেন বিজয় সেতুপতি, তবে এবার আইনি পদক্ষেপ করে নীরবতা ভাঙলেন।

Advertisement

সম্প্রতি রম্য মোহন বিজয় সেতুপতির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, "কলিউডে কাস্টিং কাউচ এবং মাদকসেবনের সংস্কৃতি যেভাবে বেড়ে উঠছে, সেটা ঠাট্টা করার মতো বিষয় নয়। একটি মেয়েকে আমি চিনি, ওর এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। মেয়েটি এখন রিহ্যাবে রয়েছে। বিজয় সেতুপতি এসবের জন্য কখনও ২ লক্ষ টাকা কখনও ৫০ হাজার টাকা খরচ করেছেন। আর সোশাল মিডিয়ায় এমন ভাব করেন যেন, তিনি সাধু। ওই মেয়েটিকে বছরের পর বছর ধরে ব্যবহার করে গিয়েছে এই দক্ষিণী মহাতারকা। এরকম অজস্র ঘটনা রয়েছে। আর গণমাধ্যমের কাছে এরাই পূজিত। এই মাদক-যৌনাচার আঁতাত কিন্তু বাস্তব।" রম্যর এহেন অভিযোগের পরই শোরগোল দক্ষিণী বিনোদুনিয়ায়। বিতর্কের জেরে বিজয়ের স্বচ্ছ ভাবমূর্তিতে কাদা ছিটেছে। এবার সেপ্রসঙ্গে মুখ খুলেই বিস্ফোরক অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এহেন বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন বিজয় সেতুপতি। সেখানেই জানান, "তাঁর টিম ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছে। দক্ষিণী তারকার মন্তব্য, যাঁরা আমাকে একটু হলেও চেনেন, তাঁরা একথা শুনে হাসবেন। আমি নিজেও আমাকে চিনি। এইধরনের নোংরা অভিযোগ আমাকে বিচলিত করতে পারবে না। আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ভীষণ দুঃখ পেয়েছে এসব শুনে। তবে আমি ওদের বলেছি এসবে কান দিও না। এই মহিলাটি ইচ্ছে করে চাইছে খবরে থাকতে। তাই ওকে দু মিনিটের খ্যাতি উপভোগ করতে দিন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধেই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, মাদক সেবন থেকে আর্থিক তছরুপের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রম্য মোহন জনৈক মহিলা।
  • বিতর্কের জেরে বিজয়ের স্বচ্ছ ভাবমূর্তিতে কাদা ছিটেছে।
  • এহেন বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন বিজয় সেতুপতি।
Advertisement