সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জনপাড়া বললেও, জাহ্নবী বা শিখর পাহাড়িয়ার মুখে প্রেম নিয়ে টু শব্দটি নেই। এদিকে দেখুন, একসঙ্গে তিরুপতি যাচ্ছেন, মালদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। কিন্তু প্রকাশ্যে একটিবারও বলছেন না, তাঁরা দুজন আছেন প্রেমে! তবে এবার জাহ্নবী যা করলেন, তা দেখে মনে হচ্ছে, শিখরের প্রতি প্রেম নিয়ে আরও কোনও লুকোচুরি খেলতে চাইছেন না জাহ্নবী (Janhvi Kapoor)। আর সেই কারণেই টিশার্টে শিখরের নাম লেখা, ছবি আঁকা। আর তা পরেই বরুণ ধাওয়ানের সঙ্গে এক ব্র্যান্ডের প্রচারে পৌঁছে গেলেন শ্রীদেবীকন্যা।
মুম্বইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি। তবে এতদিন ব্যাপারটা গোপনেই রেখেছিলেন জাহ্নবী। তবে ইদানিং শিখরের পাশে দাঁড়িয়ে ছবিও পোস্ট করেছিলেন শ্রীদেবীকন্যা। তবে এই প্রথম পোশাকে লিখলেন তাঁদের প্রেমকাব্য।
প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা নিজেরা কখনও সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, “শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”