shono
Advertisement

Breaking News

Vivek Agnihotri- John Abraham

'আপনার মুখে মানায় না', জন আব্রাহাম 'কাশ্মীর ফাইলস'-এর নিন্দা করতেই রেগে কাঁই বিবেক

বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মুখ খুললেন অভিনেতা জন আব্রাহাম।
Published By: Arani BhattacharyaPosted: 09:27 PM Aug 22, 2025Updated: 09:27 PM Aug 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাইলস ট্রিলজির শেষ ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। ১৯৪৬ সালের ১৬ আগস্ট বাংলার বুকে ঘটে যাওয়া 'ডিরেক্ট অ্যাকশন ডে'কে তুলে ধরবে। কলকাতায় এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। এবার এই আবহে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মুখ খুললেন অভিনেতা জন আব্রাহাম।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, "আমি কখনও 'দ্য কাশ্মীর ফাইলস'র মতো ছবি বানান না। এই ধরনের ছবি স্পর্শকাতর রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মনে উদ্বেগ বাড়াতে পারে।" জনের এই মন্তব্যের পরই রীতিমতো চটে লাল পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পালটা জবাব দিয়েছেন বিবেকও। পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "জন কোনও ঐতিহাসিক নন, কোনও লেখকও নন। ও উগ্র জাতীয়তাবাদ নিয়ে ছবি বানান। তবে আমার মনে হয় ও আরও অন্যান্যকারণে এরকম মন্তব্য করেছেন। আপনি যদি আমাকে বলতেন যে এ কথা দেশের কোনও বিশিষ্ট ঐতিহাসিক বলেছেন তাহলে আমি তা মানতাম। কিন্তু জন কী বলেছেন তাতে আমার কিছু এসে যায় না।"

"আমাকে বলুন কখন এ দেশের রাজনৈতিক পটভূমি উদ্বেগজনক ছিল না? কখন এ দেশে হিন্দু-মুসলিম বিদ্বেষ ছিল না? জন বাইক চালানো আর প্রোটিন শেকের দিকেই মন দিক। ওটাই ওকে মানায়। সিনেমার কথা ওর মুখে মানায় না। তাই সিনেমা নিয়ে ও কোনও কথা না বলাই ভালো।" উল্লেখ্য ২০০৭ সালে বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় 'গোল' ছবিতে অভিনয় করেছিলেন জন মুখ্য ভূমিকায়। সেই ছবিতে জনের সঙ্গে কাজের অভিজ্ঞতা যে একেবারেই মধুর নয় তাও বলেন পরিচালক। বিবেক এও বলেন, "জন অত্যন্ত অ্যাভারেজ একজন অভিনেতা। ওর সঙ্গে কাজ করা খুবই কষ্টকর।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, "আমি কখনও 'দ্য কাশ্মীর ফাইলস'র মতো ছবি বানান না। এই ধরনের ছবি স্পর্শকাতর রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মনে উদ্বেগ বাড়াতে পারে।"
  • জনের এই মন্তব্যের পরই রীতিমতো চটে লাল পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পালটা জবাব দিয়েছেন বিবেকও।
  • পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, "জন কোনও ঐতিহাসিক নন, কোনও লেখকও নন। ও উগ্র জাতীয়তাবাদ নিয়ে ছবি বানান।"
Advertisement