সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের প্রযোজকদের 'ভণ্ডামি'র বিরুদ্ধে তোপ দাগলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ, রণবীর কাপুরের মতো বড় তারকাদের বিরুদ্ধে সরাসরি কিছু বলার ক্ষমতা নেই তাঁদের। 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালকের কটূক্তি, ''অউকাত হি নেই হ্যায় ইনকি, হিম্মত হ্যায় করনে কি, করকে দিখায়েঁ।'' অর্থাৎ এমন কিছু করার ক্ষমতাই নেই ওই পরিচালক-প্রযোজকদের। যদি থাকে, তাহলে তাঁরা যেন সেটা করে দেখান। অর্থাৎ খোলাখুলিই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিবেক বলেন, ''ওঁদের কি কোনও ক্ষমতা আছে বড় তারকাদের নিয়ে প্রকাশ্যে খারাপ কথা বলার? নেই। তাই ওঁদের ভুগতেই হবে। তাহলে আর কী, দাও পচা কাজের জন্য ১৫০ কোটি টাকা, পচে যাওয়া অভিনেতাদের।'' তাঁর দাবি, বলিউড ইন্ডাস্ট্রি তারকাদের উপরে এতটাই নির্ভরশীল যে সৃজনশীলতার জায়গাটায় আপস করতে হয়। আর সেই কারণেই তিনি বলিউডের মূলধারার কাজের সঙ্গে নিজের দূরত্ব তৈরি করে ফেলেন বলেই দাবি বিবেকের। তবে এরপরই তিনি পরিষ্কার করে দেন, সত্যিকারের 'স্টার'দের নিয়ে তিনি বলছেন না। তাঁর ইঙ্গিত, ''আমি বলতে চাই তাঁদের কথা যাঁরা নিজেরা তারকা হওয়ার ভান করেন।''
কিন্তু কেন হঠাৎ এমন বিষয়ে কথা বললেন বিবেক? আসলে সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ছবিটি সম্পর্কে যে সমালোচনা হয়েছিল তা নিয়ে মুখ খুলেছিলেন। তাঁকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে, ''সকলে বলেছিলেন রণবীর অনবদ্য। কিন্তু লেখক-পরিচালকের সমালোচনা হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম ওঁরা আসলে রণবীরের সঙ্গে কাজ করতে চান। আসলে আমার সমালোচনা করা তো সহজ। কেননা আমি নতুন।''
প্রসঙ্গত, তেইশের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুর অভিনীত সেই ছবিকে কম সমালোচিত হতে হয়নি ‘লিঙ্গবৈষম্যমূলক’ দৃশ্য থেকে সংলাপের জন্য। সেই সমালোচনা এখনও অব্যাহত। ছবিতে অতিরিক্ত হিংসা দেখানোর জন্যও সমালোচনা হয়েছিল। যে ছবির বিরুদ্ধে উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ তুলেছেন বলিউড ইন্ডাস্ট্রির সদস্যরাই। এবার সেই ছবি প্রসঙ্গেই পরিচালক-প্রযোজকদের সঙ্গে রণবীরকেও কার্যত তোপ দাগলেন বিবেক অগ্নিহোত্রী।
