shono
Advertisement

Breaking News

Vivek Agnihotri

হিংসা কবলিত মুর্শিদাবাদ, 'দ্য দিল্লি ফাইলসের' শুটিং বন্ধ করলেন বিবেক অগ্নিহোত্রী

বাংলার পরিস্থিতি কাশ্মীরের মতোই, বলছেন 'হিন্দুত্ববাদী' পরিচালক।
Published By: Subhajit MandalPosted: 01:32 PM Apr 13, 2025Updated: 03:07 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক 'বাংলা বিরোধী' পোস্ট। সোশাল মিডিয়ায় 'বিদ্বেষ'। মুর্শিদাবাদে নিজের পরবর্তী ছবি 'দ্য দিল্লি ফাইলসের' শুটিংও বন্ধ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ, ওয়াকফ বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়।

Advertisement

ওয়াকফ বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রাণ গিয়েছে তিনজনের। ভাঙচুর হয়েছে বহু বাড়িঘর-দোকান। জ্বলেছে পুলিশের গাড়ি। মালদহ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও সেই ক্ষোভের আঁচ রয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদেই দ্য দিল্লি ফাইলসের' শুটিং করার কথা ছিল বিবেকের। তাঁর অভিযোগ, এখন মুর্শিদাবাদের যা পরিস্থিতি তাতে রাজ্য সরকার বা প্রশাসনের উপযুক্ত সহায়তা না পেলে শুটিং করা সম্ভব নয়। তাই, আমরা বাধ্য হয়ে এর পর মুম্বইয়ে সেট তৈরি করে শুট করতে হবে।

এখানেই শেষ নয়, মুর্শিদাবাদের হিংসা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। বিবেকের দাবি, বাংলা যে দিকে এগোচ্ছে, সেটা কাশ্মীরের সঙ্গে তুলনীয়। পরিচালকের প্রশ্ন, "এটাই কি চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজির মাটি? এটাই কি সেই মহান নবজাগরণের জমি? মনে হচ্ছে বাংলা যেন নতুন কাশ্মীর।"

কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা করার একাধিক কারণ তুলে ধরেছেন তিনি। সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু ভিডিও-ও পোস্ট করেছেন। তাঁর দাবি, যেভাবে বাংলার জনবিন্যাস বদলাচ্ছে, সেটা রীতিমতো বিপজ্জনক। এই পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী দিনে বাংলাতেও নয়ের দশকের কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বিবেক অগ্নিহোত্রী অবশ্য বরাবরই 'হিন্দুত্ববাদী' এবং 'মোদি ভক্ত' হিসাবে পরিচিত। বাংলা নিয়ে এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাই বিবেককে বাড়তি গুরুত্ব দিচ্ছে না রাজ্যের শাসকদল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদে নিজের পরবর্তী ছবি 'দ্য দিল্লি ফাইলসের' শুটিংও বন্ধ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
  • তাঁর অভিযোগ, ওয়াকফ বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়।
  • মুর্শিদাবাদের হিংসা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
Advertisement