shono
Advertisement
Salman Khan

'শাহরুখকে নিয়েও কুকথা রটেছিল, 'সিকন্দর'-এর ব্যর্থতায় সলমনের হয়ে সওয়াল ইমরান হাশমির

সম্প্রতি সলমনের হয়ে সুর চড়িয়েছিলেন অক্ষয় কুমার।
Published By: Manasi NathPosted: 05:10 PM Apr 18, 2025Updated: 07:58 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে বক্স অফিসে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত বহু কাঙ্ক্ষিত ছবি 'সিকন্দর'। সেই ছবি নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। বক্স অফিসের হিসেব-নিকেশ বলছে ছবিটা আশানুরূপ ফল করেনি। নানা কটাক্ষের মাঝেই ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে 'সিকন্দর'। সমালোচকরা ভাইজান সলমনের ফিল্মি কেরিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। কিন্তু তাদের একহাত নিয়ে 'টাইগারে'র হয়ে গলা ফাটালেন ইমরান হাশমি। তাঁর দাবি 'সলমন আবার স্বমহিমায় ফিরবেন।'

Advertisement

সম্প্রতি নিজের নতুন ছবি 'গ্রাউন্ড জিরো'র প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান হাশমি। সেখানেই 'সিকন্দর' সলমনের ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই ইমরান দাবি করেন, "আমার বিশ্বাস, নিজের ক্ষমতা ও অভিজ্ঞতার জোরেই সলমন খান আবার বাউন্স ব্যাক করবেন।" একই সঙ্গে তিনি বলেন, "সলমন খানের সঙ্গে সম্প্রতি কথাও হয়নি। কিন্তু উনি তো এতো দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উনি জানেন সবকিছুরই ওঠাপড়া থাকে। দশ বছর আগে মানুষ শাহরুখ খানের সম্পর্কেও একই ধরনের কুকথা বলেছিলেন। কিন্তু সেই সবটা ভুল প্রমাণিত হয়েছে। শাহরুখ খান আবার স্বমহিমায় ফিরে এসেছেন। আমার ধারণা, ওঁরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক বেশি জানেন। অনেক বেশিদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাকে কাছ থেকে দেখেছেন। হয়তো বর্তমান সময়টা তাঁর হাতে নেই।"

এর পাশাপাশি ভাইজানের পক্ষ নিয়ে ইমরান বলেন, "সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের একশো শতাংশ দেওয়ার পরও ছবি সফল হয় না। এর অর্থ তাঁর কেরিয়ার শেষ হয়ে যাওয়া নয়। বরং আমার বিশ্বাস সলমন তাঁর ক্যারিশ্মা আর স্ক্রিন প্রেজেন্সের জোরে সব সমালচনার জবাব দেবেন।"

প্রসঙ্গত, কয়েকদিন আগে এই একই বিষয়ে সলমনের হয়ে সুর চড়িয়েছিলেন আরেক বলি তারকা অক্ষয় কুমার। বন্ধু সলমনের স্টার পাওয়ারের প্রশংসা করে তিনি মন্তব্য করেন, "টাইগার এখনও বেঁচে আছে, আর থাকবেও (জিন্দা হ্যায় অউর রহেগা)। আর সলমনের মতো প্রাণোচ্ছ্বল ‘টাইগার’ জীবনে কখনও মরতে পারে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমালোচকরা 'ভাইজান' সলমন খানের ফিল্মি কেরিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত।
  • তাদের একহাত নিয়ে 'টাইগার'-এর হয়ে গলা ফাটালেন ইমরান হাশমি।
  • তাঁর দাবি 'সলমন আবার স্বমহিমায় ফিরবেন।'
Advertisement