shono
Advertisement
Vivek Agnihotri

সইফ-করিনাকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর! বললেন, 'সন্তানের নাম যেন তৈমুর কেউ না রাখে'

কী বললেন পরিচালক?
Published By: Arani BhattacharyaPosted: 07:15 PM Aug 21, 2025Updated: 07:15 PM Aug 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির ট্রেলার মুক্তি ঘিরে কলকাতায় এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একটি বাচ্চাকে জিজ্ঞেস করতে তার নাম কী? উত্তরে সে বলছে তার নাম তৈমুর। আর এখান থেকেই দর্শকমহলে শুরু হয়েছে দ্বন্দ্ব। অনেকেই মনে করছেন সইফ আলি খান ও করিনা কাপুরের সন্তান তৈমুর আলি খান ও সেলেব দম্পতিকে এভাবেই কটাক্ষ করেছেন বিবেক। এই নিয়ে এক সাক্ষাৎকারে নিজের মতামত জানালেন পরিচালক। কী বললেন তিনি?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেন শুধু সইফ বা করিনার ছেলের নামই তো তৈমুর নয়। পৃথিবীতে এই নামে অনেক মানুষ আছেন। কাজেই এটা নিয়ে এমন করার কোনও কারণ নেই। আমার ছবির ট্রেলারে আমি এই নাম তুলে ধরে সইফ বা করিনাকে কটাক্ষ করতে একেবারেই চাইনি। বরং আমি বলতে চেয়েছি যে কোনও ভারতীয়র তাঁর সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়। এবং এর নেপথ্যে একটা বড় ইতিহাস রয়েছে। যে কারণে আমি এমনটা বলেছি।

এরপর তিনি বলেন, "আমি যখন সমরকন্দে 'তাসখন্দ ফাইলস' ছবির শুটিং করছিলাম তখন আমি তৈমুরের স্মৃতি সৌধে গিয়েছিলাম। সেখানে বাইরে লেখা ছিল 'বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য উনি জয় করেন। সেটা হল দিল্লির সাম্রাজ্য।' এমনকি তাঁকে সেইসময় সম্রাট হিসাবেও গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলেন সকলে। তবে দিল্লি জয় না করে তিনি সেই ভূমিকায় অবতীর্ণ হতে অস্বীকার করেন।" শুধু তাই নয় একইসঙ্গে বিবেক এও বলেন যে, "ইতিহাস সাক্ষী আছে ক্ষমতালোভী তৈমুর নিজের সাম্রাজ্য গড়ে তোলার জন্য অত্যন্ত নৃশংস হত্যালীলা চালিয়েছিল। ধর্ষণের মতো বহু ঘটনাও তাঁর দ্বারা ঘটেছে। তাই তিনি মহান হতেই পারেন কিন্তু আমার কাছে তা তিনি নন।" অন্যদিকে সইফ-করিনা তাঁদের প্রথম সন্তান তৈমুরের নামকরণের পর তাঁদের দিকে এহেন নামকরণ নিয়ে নানা কটাক্ষ ধেয়ে এসছে। যা নিয়ে বহুবার সাফাই দিয়েছেন তাঁরা। এবার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ফের তাঁদেরই এভাবে কটাক্ষ করা হয়েছে বলে ধারণা করছেন নেটিজেনদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেন শুধু সইফ বা করিনার ছেলের নামই তো তৈমুর নয়। পৃথিবীতে এই নামে অনেক মানুষ আছেন।
  • কাজেই এটা নিয়ে এমন করার কোনও কারণ নেই। আমার ছবির ট্রেলারে আমি এই নাম তুলে ধরে সইফ বা করিনাকে কটাক্ষ করতে একেবারেই চাইনি।
  • বরং আমি বলতে চেয়েছি যে কোনও ভারতীয়র তাঁর সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়।
Advertisement