সলমনের (Salman Khan) ভ্যানিটি ভ্যানে ঢুকে কাঁদছেন করণ জোহর (Karan Johar)। সামনে অবাক সলমন। এমনটাই ঘটেছিল 'কুছ কুছ হোতা হ্যায়'-এর শুটিংয়ের সময়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথাই শেয়ার করেছেন তারকা পরিচালক। জানিয়েছেন, ২৮ বছর আগের সেই ঘটনার কথা।
ঠিক কী হয়েছিল? আসলে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে সলমন কার্যত ছিলেন অতিথি শিল্পীর ভূমিকায়। ছবিতে কাজলের বাগদত্তের ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। বিরতির পরে 'সাজন জি ঘর আয়ে' গানে আত্মপ্রকাশ করে চরিত্রটি। সেটা তাঁর ও কাজলের বাগদানের মুহূর্ত। সলমনের পরনে ছিল স্যুট ও প্যান্ট। কিন্তু জানা যাচ্ছে, এই পোশাক প্রথমে পরতে চানি সল্লু ভাই। আর তা থেকেই গোলমালের সূত্রপাত।
করণ জানিয়েছেন, ''সলমন খানের সঙ্গে সেই আমার প্রথম কাজ। আমি যে কী করব ভেবে পাচ্ছিলাম না। ও ততদিনে বিরাট স্টার। প্রথম দিন সেটে এসে বলল ও জিনস আর টিশার্ট পরেই অভিনয় করবে। আমি বোঝালাম। কিন্তু ও বলল, এই প্রথম কোনও বাগদত্ত জিনস আর টিশার্ট পরে আসবে। এটা নতুন স্টাইল। আমি আমার সোয়্যাগ দিয়ে টেনে দেব। আমি ভাবছিলাম ও এমন পোশাকে এলে ব্যাপারটা কেমন দাঁড়াবে!''
করণ জোহর জানাচ্ছেন, বারবার চেষ্টা করেও লাভ হয়নি। সলমন ছিলেন নাছোড়বান্দা। শেষে ডুকরে কেঁদে ওঠেন তিনি। শেষে মন গলে ভাইজানের। তিনি স্যুট ও টাই পরেই শুটিং করেন। প্রায় তিন দশক পেরিয়ে সেই মুহূর্তের টেনশনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন করণ।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়'। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ ও কাজল। এছাড়া ছবির দ্বিতীয় নায়িকা ছিলেন রানি মুখোপাধ্যায়। এছাড়া দ্বিতীয় নায়ক হিসেবে ছিলেন সলমন। তুমুল বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার, স্ক্রিন পুরস্কার ও বলিউড মুভি পুরস্কারের মতো পুরস্কারও জেতে ছবিটি।
