shono
Advertisement
yasmine Mohanraj

মা কালী রূপে যিশুর ক্রুশ লেহন! 'ধর্ম নিয়ে ছেলেখেলা', রোষের মুখে ভারতীয় বংশোদ্ভূত র‍্যাপ গায়িকা

নিন্দায় মুখর হয়েছে নেটপাড়াও।
Published By: Arani BhattacharyaPosted: 01:58 PM Jun 22, 2025Updated: 01:58 PM Jun 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ধর্ম নিয়ে ছেলেখেলা', মা কালীর সাজে হাতে যিশুর ক্রুশ নিয়ে মিউজিক ভিডিয়োতে আপত্তিজনক অঙ্গভঙ্গির জেরে রোষের মুখে ভারতীয় বংশোদ্ভূত র‍্যাপ গায়িকা ইয়াসমিন মোহনরাজ। মঞ্চে তিনি টমি জেনেসিস নামেই পরিচিত। তাঁর গানে যৌনতার মতো বিষয়কে বারবার তুলে ধরা হয়। নতুন মিউজিক ভিডিওটিও ব্যতিক্রম নয়। হিন্দু দেবী মা কালীর সাজে খ্রিষ্টানদের পবিত্র চিহ্ন ক্রুশ নিয়ে গোপনাঙ্গে ছোঁয়াতে দেখা গিয়েছে তাঁকে ওই ভিডিওতে। এখানেই শেষ নয় তা আবার জিভ দিয়ে লেহন করতেও দেখা গিয়েছে তাঁকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইয়াসমিনের সেই মিউজিক ভিডিও। তারপর থেকেই প্রবল রোষের মুখে পড়ছেন র‍্যাপ গায়িকা।

Advertisement

ঠিক কী কী দেখা গিয়েছে ওই মিউজিক ভিডিওতে? দেখা যাচ্ছে তাঁর গাঢ় নীল গায়ের রঙ, মাথার লম্বা চুল যা পায়ের গোড়ালি ছুঁয়েছে। গায়ে ভারী গয়না আর পরনে সোনালি রঙের বিকিনি। অন্যদিকে হাতে নিয়েছেন খ্রিষ্টানদের পবিত্র চিহ্ন ক্রুশ। তা নিয়েই ভিডিওতে দেখা যাচ্ছে নানা আপত্তিকর অঙ্গভঙ্গি করতে। ইয়াসমিনের সেই ভিডিও ভাইরাল হতে তা নিয়ে বেজায় ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা। ক্ষিপ্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরাও। বাদ যাননি অন্যান্য ধর্মের মানুষেরাও। ইয়াসমিনের এহেন কাজ নিয়ে রীতিমতো নিন্দা করছেন সকলে। বলছেন, "শর্টকাট খুঁজে ভাইরাল হতে গিয়ে কোনও হুঁশ নেই। অত্যন্ত নিন্দনীয় বিষয়"।

ভাইরাল হতে গিয়ে যে কোনও ধর্ম নিয়ে এক্সপেরিমেন্ট এ নতুন বিষয় নয়। তার জন্য বিভিন্ন সময় বিতর্কে নাম জড়িয়েছে অনেকের। এবার সেই তালিকায় নাম জড়াল ভারতীয় বংশোদ্ভূত ইয়াসমিন মোহনরাজের। তাঁর এই কাজে নিন্দায় মুখর হয়েছে নেটপাড়াও। তবে এই নিয়ে এখনও ইয়াসমিনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেখা যাচ্ছে তাঁর গাঢ় নীল গায়ের রঙ, মাথার লম্বা চুল যা পায়ের গোড়ালি ছুঁয়েছে। গায়ে ভারী গয়না আর পরনে সোনালি রঙের বিকিনি।
  • খ্রিষ্টানদের পবিত্র চিহ্ন ক্রুশ নিয়ে গোপনাঙ্গে ছোঁয়াতে দেখা গিয়েছে তাঁকে ওই ভিডিওতে।
  • ভিডিও ভাইরাল হতে তা নিয়ে বেজায় ক্ষুব্ধ হিন্দু ধর্মাবলম্বীরা। ক্ষিপ্ত খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরাও।
Advertisement