সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াণের পর প্রথম জন্মদিন জুবিন গর্গের। গায়কের ৫৩তম জন্মদিনে। জুবিনের অকাল মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউই। বিশেষত অসমের মানুষ। জুবিনের এই অকালপ্রয়াণ অনুরাগীদের মতো যিনি আরও মেনে নিতে পারেননি তিনি হলেন জুবিনের স্ত্রী গরিমা। এদিন জুবিনের জন্মদিনে তাঁদের অদেখা একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে শোকাতুর গরিমা। আবেগঘন পোস্টে প্রয়াত স্বামীর উদ্দেশ্যে গরিমা লেখেন মনের কথা। কী লিখলেন জুবিনের উদ্দেশ্যে গরিমা?
এদিন জুবিনের সঙ্গে বিভিন্ন সময় তোলা একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে গরিমা লেখেন, 'জন্মজন্মান্তরে আমি আমাদের কাহিনী লিখে যাব। ভালো থেকো জুবিন।' শুধু স্ত্রীই নন, জুবিনের ভালো বন্ধু এবং ছায়াসঙ্গী ছিলেন গরিমা। জুবিনের জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তিনি।
শুধু তাই নয়, জুবিন গর্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’কে মুক্তির আলো দেখাতে গতমাসে দিনরাত এক করে কাজ করে গিয়েছেন গায়কপত্নী গরিমা সাইকিয়া। একদিকে যখন জুবিনের মৃত্যুর বিচার চেয়ে অসমজুড়ে ঝড়, তখন এমন আবহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গরিমা।
এদিন প্রাণের প্রিয় বন্ধু জুবিনের স্মৃতিতে ডুব দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে জিত লিখেছেন, শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু। কিছু মানুষ থাকেন যাঁরা কখনও ছেড়ে যান না আমাদের। সঙ্গেই থেকে যান। তুমি হলে সেরকমই। তুমি তোমার সুরেই সবার মধ্যে জীবিত থাকবে। তোমাকে আজ খুব মনে পড়ছে।'
সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গিয়ে মৃত্যু হয় জুবিনের। শনিবার, সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।
