সুবীর দাস, কল্যাণী: যান নিয়ন্ত্রণের সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের উপর ‘দাদাগিরি’। গ্রেপ্তার নদিয়ার কল্যাণীর তৃণমূল কাউন্সিলর-সহ পাঁচজন। পুলিশের কাজে বাধা এবং সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। যদিও পরে তারা জামিনে মুক্তি পান।
শুক্রবার দুপুরে কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও, তৃণমূল কর্মী রঞ্জিত দাস, রমেশ ও নিখিল সর্দার। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কে রানাঘাট মিশন গেটে যান নিয়ন্ত্রণ করছিলেন নবকুমার মল্লিক নামে এক সিভিক ভলান্টিয়ার। সেই সময় সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তৃণমূল কাউন্সিলর-সহ ৫ জনের বচসা বাঁধে। অভিযোগ, সকলে ঘিরে ধরে সিভিক ভলান্টিয়ারকে মারধরও করে। যার ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষেই।
[আরও পড়ুন: ‘টাকা নিয়ে সেটিং, ধর্মে ধর্মে বিভেদ’ নিয়ে তোপ, অভিষেকের নিশানায় নওশাদ?]
আর এর পরই কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও, তৃণমূল কর্মী রঞ্জিত দাস, রমেশ ও নিখিল সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। তাদের জামিনে মুক্তির নির্দেশ দেয় আদালত। তবে তৃণমূল কাউন্সিলরের জামিনে মুক্তি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। তৃণমূল কাউন্সিলর বলেই কি জামিন পেলেন, প্রশ্ন বিরোধীদের।
দেখুন ভিডিও: