সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সিভিক ভলান্টিয়ার-সহ তাঁর দুই বোনের রহস্যমৃত্যু। শনিবার ভোরে তিন ভাইবোনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। দুর্গাপুর-ফরিদপুর থানার লাউদোহার লস্করবাধের আদিবাদী পাড়ায় ব্যাপক চাঞ্চল্য।
মৃতেরা হলেন মঙ্গল সোরেন(৩৩), সুমি সোরেন(৩৫) ও সুকুমণি সোরেন(২৮)। শনিবার ভোরে আগুনে পোড়ার গন্ধ পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। পাড়ার লোকজন গিয়ে দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় তিন ভাইবোন ঘরে পড়ে রয়েছেন। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে গেছে। আগুন তাঁরা নিজেরাই লাগিয়েছিলেন নাকি নিছক দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: নতুন করে ছড়িয়েছে হিংসা, শান্তি ফেরানোর লক্ষ্যে সোমবারই অগ্নিগর্ভ মণিপুরে শাহ!]
মঙ্গল দুর্গাপুর-ফরিদপুর থানার সিভিক ভলান্টিয়ারের কাজ করেন। বোন সুমি সোরেন কলকাতায় নার্সের কাজ করতেন। সপ্তাহদুয়েক আগে বাড়িতে আসেন। আরেক বোন বাড়িতেই থাকতেন। বাবা হপনা সোরেন প্রাক্তন ইসিএল কর্মী। মা কয়েক বছর আগে মারা গিয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশী সাধন টুডু জানান, “অত্যন্ত ভাল পরিবার। ঘরে কোন অশান্তি ছিল না।” স্বভাবতই এই রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।