shono
Advertisement

বারাকপুরের পুনরাবৃত্তি মালদহে, সোনার দোকানে লুটপাট, বাধা দিতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

গুলিবিদ্ধ হয়েছেন দোকান মালিক-সহ আরও তিনজন।
Posted: 09:46 PM Jun 27, 2023Updated: 10:02 PM Jun 27, 2023

বাবুল হক, মালদহ: বারাকপুরের পুনরাবৃত্তি মালদহে। মঙ্গলবার ভরসন্ধেয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। বোমাবাজিও করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন দোকান মালিক গৌতম সেন-সহ তিনজন। ঘটনাস্থলে চাঁচোলের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে।

Advertisement

মালদহে মালতীপুর দুর্গা মন্দিরের পাশে একটি সোনার দোকানে ডাকাতি হয়। মালিকের নাম গৌতম সেন। তাঁর বাড়ি চাঁচোলে।মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভর সন্ধেয়য় আটজনের ডাকাতদল চারটি বাইক নিয়ে ওই সোনার দোকানের সামনে হাজির হয়। প্রথমে বোমাবাজি করে তারা। তারপর দোকানের মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মোট তিনজন। তাঁদের মধ্যে একজন দোকান মালিক, একজন কর্মী ও আরেকজন ক্রেতা। এরপর ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও দোকানের সোনা, রুপোর অলংকার নিয়ে চম্পট দেয় ডাকাতদল। গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য চাঁচোল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এক সিভিক ভলান্টিয়ার মমিনুল হক ডাকাতদের রুখে দাঁড়ানোর চেষ্টা করে। ডাকাতদল তাঁকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার