shono
Advertisement

Breaking News

সিভিক ভলান্টিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না৷ The post সিভিক ভলান্টিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jan 18, 2019Updated: 05:18 PM Jan 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি অষ্টম শ্রেণি পাশ? চাকরি খুঁজছেন? জানেন কি আপনার জন্য রয়েছে রাজ্য সরকারি চাকরির সুযোগ? একাধিক শূন্যপদে অন্তত দু’শো পঞ্চাশজনকে নিয়োগ করবে কলকাতা পুলিশ৷ একটি বিজ্ঞপ্তি দিয়ে সেকথাই জানানো হয়েছে৷ www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েই মিলবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য৷ আগামী ২৩ জানুয়ারি আবেদনের শেষদিন৷
কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চ, কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন, নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশন এবং ইস্টার্ন সাবার্বান পদে কর্মী নিয়োগ করা হবে৷ কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চে মোট ৬০ জনকে নিয়োগ করা হবে৷ ১০০টি শূন্যপদ রয়েছে কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনে৷ নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশনে ৫০ জনকে নিয়োগ করা হবে৷ ৪০টি শূন্যপদ রয়েছে ইস্টার্ন সাবার্বান ডিভিশনে৷

Advertisement

[আপনি কি স্নাতক? স্টেট ব্যাংকে রয়েছে প্রচুর চাকরির সুযোগ]

আবেদনের জন্য প্রয়োজন:
১. নারী-পুরুষ উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
২. অষ্টম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন৷ 
৩. এনসিসি-র সঙ্গে যুক্ত থাকা আবেদনকারীরা এই শূন্যপদের জন্য অগ্রাধিকার পাবেন৷
৪. অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতরা এই শূন্যপদে আবেদন করলেও চাকরি পাবেন না৷
৫. আবেদনকারীকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতেই হবে৷
৬. কলকাতা পুলিশের আওতাধীন বাসিন্দারাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷

[রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

বয়স:
ন্যূনতম ২০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ ১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত সর্বোচ্চ ৬০ বছর বয়সিদের আবেদন গৃহীত হবে৷
আবেদনের পদ্ধতি:
www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন৷ আগামী ২৩ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে৷ ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে নিয়োগ৷ কবে ইন্টারভিউ নেওয়া হবে, ওই ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা এই সংক্রান্ত তথ্য জানতে পারবেন৷

The post সিভিক ভলান্টিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement