জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: চাষের জমিতে জল ঢুকছিল, তাই আল বন্ধ করে দিয়েছিলেন যুবক। ফলে প্রতিবেশী কৃষকের জমিতে জল জমে গিয়েছিল৷ সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অশান্তি প্রতিবেশীদের মধ্যে। কৃষকের নাক কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) গোপালনগর থানার মেহেরনগর গ্রামে।
জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম মিন্টু তরফদার। গোপালনগরের মেহেরনগরে অভিযুক্ত অতুল্য মণ্ডল ও মিন্টুর জমি পাশাপাশি। নিম্নচাপের কারণে গত দু’দিনের টানা বৃষ্টিতে জল জমেছে চাষের জমিতে। মঙ্গলবার সকালে মিন্টুবাবু জমির সরষে দেখতে গিয়ে দেখেন পাশের জমির মালিক অতুল্য মণ্ডল বাঁধ দিয়ে তার জমির জল আটকে দিয়েছেন। ফলে জমিতে জল আটকে মিন্টুবাবুর সরষে গাছ তলিয়ে যায়।
[আরও পড়ুন: Mamata Banerjee: ‘বিধায়ক চিপ কথা বলছেন’, পৃথক জেলার আরজি শুনেই মেজাজ হারালেন মমতা]
সেই জল বের করতে মিন্টু জমির আল কেটে দেন। তা দেখতে পেয়ে ছুটে যান অতুল্য। শুরু হয় দু’জনের ধস্তাধস্তি। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন অতুল্যর নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি করে৷
আহত মিন্টুর অভিযোগ, আতুল্য ও তাঁর সঙ্গীরা তাঁকে জমির পাশের রাস্তার উপর ফেলে মারধর করতে শুরু করে। মারধোর করার সময় অতুল্য তাঁর নাক কামড়ে ছিঁড়ে নেয়। পরিবারের তরফ থেকে গোপালনগর থানায় অতুল্য ও তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ। অতুল্যকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷