shono
Advertisement

আমফানের ত্রাণ ‘দুর্নীতি’র প্রতিবাদ ঘিরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র পটাশপুর

বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। The post আমফানের ত্রাণ ‘দুর্নীতি’র প্রতিবাদ ঘিরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র পটাশপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Jul 03, 2020Updated: 12:38 PM Mar 20, 2021

রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূলের বিরুদ্ধে আমফানের (Amphan) ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এগরা-বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর ২ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পালটা আত্মরক্ষায় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। করা হয় লাঠিচার্জও।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের তরফে আমফানের টাকা নিয়ে ‘দুর্নীতি’ করা হচ্ছে। আমফানে ক্ষতি না হওয়া সত্ত্বেও অনেকেই পাচ্ছেন আর্থিক সাহায্য। অথচ যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের কপালে জুটছে না কিছুই। এই অভিযোগেই ক্ষোভের পারদ চড়তে থাকে স্থানীয়দের। শুক্রবার সকালে এগরা-বাজকুল রাজ‍্য সড়কের পটাশপুর ২ নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় রাস্তা অবরোধ করেন তাঁরা। দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধে স্বাভাবিকভাবেই যান চলাচলে সমস্যা হয়।

[আরও পড়ুন: মাস্ক না পরে রাস্তায় বেরলেই এবার হবে শাস্তি, নির্দেশিকা জারি বাংলার স্বরাষ্ট্র সচিবের]

এই খবর পাওয়ামাত্রই পটাশপুর ২ নম্বর পঞ্চায়েতের সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে যান। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা। তাঁকে হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এরপরই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ তুলতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয়। পুলিশের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কি শুরু হয়। হাতাহাতিও হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন স্থানীয়রা। পালটা আত্মরক্ষার স্বার্থে লাঠিচার্জ করে পুলিশ। তবে তাতেও আন্দোলন স্তিমিত করা যায়নি। তাই বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। তারপরই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। ঘটনার পর থেকেই থমথমে পটাশপুর। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীও।

প্রায় গোটা রাজ্যজুড়ে উঠেছে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ জানিয়েছিলেন দলের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই নেওয়া হবে ব্যবস্থা। সেই অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকজনকে বহিষ্কার এবং শোকজও করা হয়েছে। তবে তা সত্ত্বেও বিক্ষোভের আঁচ সামাল দেওয়া যাচ্ছে না। যদিও শাসকদলের শাস্তি দেওয়ার দাবিকে বিরোধীরা মোটেও ভাল চোখে দেখছে না। পরিবর্তে সেই দাবিকে ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করছেন তাঁরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রাজ্যে প্রথম, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে অনলাইন পোর্টাল চালু পুরুলিয়ায়]

The post আমফানের ত্রাণ ‘দুর্নীতি’র প্রতিবাদ ঘিরে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র পটাশপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার