shono
Advertisement

সৌরভের দলে খেলার সুযোগ মিলেছে, আবেগতাড়িত কাটোয়ার একাদশ শ্রেণির ছাত্রী

ইডেনে সৌরভ একাদশের হয়ে রণবীর কাপুরের দলের বিরুদ্ধে খেলেছিল সোমা।
Posted: 05:16 PM Mar 13, 2023Updated: 08:08 PM Mar 13, 2023

ধিমান রায়, কাটোয়া: বাইশ গজ ঘিরেই তার জীবনের যাবতীয় স্বপ্ন। সেজন্য পড়াশোনার পাশাপাশি মন দিয়েছে ক্রিকেট প্রশিক্ষণেও। লক্ষ্য একদিন দেশের হয়ে ক্রিকেট খেলা। এরই মধ্যে আরেক স্বপ্নকে ছুঁয়ে দেখলেন একাদশ শ্রেণির ছাত্রী কাটোয়ার সোমা খাতুন। কারণ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই দলে খেলার সুযোগ পেল সোমা।

Advertisement

কীভাবে? বিষয়টা তাহলে একটু খোলসে করে বলা যাক। দিন কয়েক আগে নিজের ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। সেই ফাঁকেই ইডেন গার্ডেন্সে সৌরভের সঙ্গে ক্রিকেটও খেলেন তিনি। তাঁর সঙ্গে প্রীতি ম্যাচে নেমেই সৌরভের (Sourav Ganguly) বায়োপিকে ‘দাদা’র চরিত্রে অভিনয় করার জল্পনাও উসকে দেন রণবীর। খেলা ছিল সৌরভ একাদশ ও রনবীর কাপুর একাদশের মধ্যে। আর সেই ম্যাচেই দাদার টিমে খেলার সুযোগ পায় বছর ষোলোর ছাত্রী সোমা। দুই নায়কের সঙ্গে করমর্দন করে সে। এমনকী দাদার থেকে ক্রিকেট সংক্রান্ত নানা পরামর্শও পায়। স্বাভাবিক ভাবেই এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে আবেগতাড়িত সোমা। গর্বিত কাটোয়াবাসীও।

[আরও পড়ুন: ‘দম থাকলে গোধরা ফাইলস করে দেখান’, বিবেক অগ্নিহোত্রীকে কড়া আক্রমণ কুণাল ঘোষের]

কাটোয়ার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা সোমা। ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ। এক বছর ধরে কলকাতার একটি ক্রিকেট কোচিং ক্যাম্পে প্রশিক্ষণও নিচ্ছে সে। সেই কোচিং ক্যাম্প থেকেই ইডেনের প্রদর্শনী ম্যাচে খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সোমা জানতই না যে সেখানে খেলা ও বিনোদুনিয়ার দুই তারকা উপস্থিত থাকবেন। তাকে শুধু বলা হয়েছিল একটি প্রীতি ম্যাচ আছে। তাই ইডেনে পা রেখে সৌরভ ও রণবীরকে (Ranbir Singh) দেখে রীতিমতো হাতে চাঁদ পায় সোমা। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না সে। সোমা বলে, “দাদার দলে খেলব, কখনও ভাবতেই পারিনি। ২ ওভারের ম্যাচই আমার কাছে টি-টোয়েন্টির সমান মনে হচ্ছে। দাদা আবার আমাকে ফিল্ডিং, বোলিং নিয়ে পরামর্শও দেন।”

সেদিন মিড অনে ফিল্ডিং করে রনবীর কাপুরের মারা বল আটকেছিল। দাদার হাতেও বল ছুঁড়েছিল। এই ম্যাচই তাই সোমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।

[আরও পড়ুন: নন্দীগ্রাম ‘গণহত্যা দিবসে’ শুভেন্দুকে সভার অনুমতি দিল হাই কোর্ট, রয়েছে একাধিক শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement