shono
Advertisement

Breaking News

অগ্নিপরীক্ষায় জয় হেমন্ত সোরেন সরকারের, ঝাড়খণ্ডে আস্থা ভোটে হার মানল বিজেপি

লোকে জামা কেনে, বিজেপি কেনে বিধায়ক, কটাক্ষ হেমন্তের।
Posted: 01:43 PM Sep 05, 2022Updated: 04:02 PM Sep 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিপরীক্ষায় জয় হল হেমন্ত সোরেনের (Hemant Soren)। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে (Jharkhand) আস্থা ভোট জিতে সরকার টিকিয়ে রাখল তাঁর দল। এদিন ঝাড়খণ্ড বিধানসভার (Jharkhand Assembly) বিশেষ অধিবেশন বসে। সেখানে ৮১টির মধ্যে ৪৮টি ভোট পায় ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা-কংগ্রেস জোট। উত্তপ্ত বিধানসভা থেকে ‘ওয়াক আউট’ করেন বিজেপি বিধায়করা। 

Advertisement

ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা-কংগ্রেসের জোট সরকারকে ভেঙে ফেলার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিনও হেমন্ত মন্তব্য করেন, ‘‘আমরা শুনেছি লোকে জামাকাপড় কেনে, রেশন কেনে। বিজেপি শুধু বিধায়ক কেনে।’’ যদিও আস্থা ভোটে জয় ছিনিয়ে নিলেন হেমন্ত। জানা গিয়েছে, ঝাড়খণ্ড বিধানসভায় এদিনের বিশেষ অধিবেশনে গোটা সময় দুর্নীতির প্রসঙ্গ তুলে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। একটা সময় তাঁরা উত্তেজিত হয়ে ওয়াকআউট করেন।

[আরও পড়ুন: মাকে খুন করে আত্মঘাতী অবসাদগ্রস্ত যুবক, ৭৭ পাতার সুইসাইড নোটে স্বীকারোক্তি!]

অন্যদিকে ভোটের আগে হেমন্ত সোরেন বলেন, নির্বাচনে জেতার জন্য দাঙ্গায় ইন্ধন দিয়ে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আরও অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Bishwa Sharma) তাঁর সরকার ফেলতে বিধায়ক কেনার চেষ্টা করেন। বিজেপিকে আক্রমণ করে সোরেন বলেন, ‘‘বিরোধীরা গণতন্ত্র ধ্বংস করেছে। বিধায়ক কেনাবেচার খেলায় মেতে রয়েছে বিজেপি…বিধানসভায় আমরা শক্তিপ্রদর্শন করব।’’ বিজেপি যাতে তাঁদের দলের বিধায়কদের ভাঙাতে না পারেন, সে কারণে ক’দিন আগে দলের বিধায়কদের ছত্তিশগড়ে পাঠান হেমন্ত। বেশ কিছুদিন সেখানে কাটায় জেএমএম বিধায়করা।

[আরও পড়ুন: বড় স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় বাধা নেই, ইডির মামলায় রায় সুপ্রিম কোর্টের]

প্রসঙ্গত, খনি দুর্নীতিতে নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের। এই মামলায় সোরেনকে দোষী সাব্যস্ত করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে বিজেপি। ইতিমধ্যে হেমন্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গোটা বিষয়ে অস্বস্তিতে পড়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তবে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় শাসক জোটের বিধায়ক সংখ্যা এখনও ৪৯। এর মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সংখ্যা ৩০। জোটসঙ্গী কংগ্রেসের বিধায়ক ১৮ জন। এছাড়া আরজেডির ১ বিধায়ক। অন্যদিকে বিরোধী বিজেপির বিধায়ক সংখ্যা ২৬।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement