সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্থির বৈশ্বিক বাজারের জেরে ভাল্লুকের থাবায় রক্তাক্ত হয়েছিল দেশের শেয়ার বাজার। দীর্ঘ রক্তক্ষরণের পর অবশেষে ষাঁড়ের আবির্ভাব ঘটল দালাল স্ট্রিটে। সোম সকালে ১০০০ পয়েন্টের লম্বা লাফ দিল সেনসেক্স। শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, দীর্ঘ লোকসানের পর এবার হয়ত লক্ষ্মীলাভ হতে চলেছে বাজারে।

সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। সকাল ১০টা নাগাদ ৯০০ পয়েন্ট ছুঁয়ে ফেলে সেনসেক্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ে। বেলা সাড়ে ১২টা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০১১ পয়েন্ট (১.৩১ শতাংশ) বেড়ে পৌঁছে যায় ৭৭,৯১৬ তে। পাশাপাশি, ২৯৬ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে ১.২৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছে যায় ২৩,৬৪৬ তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ও সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি ৭৭,৮০০ থেকে ৭৮০০০-এর পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সেনসেক্স।
যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, হ্যাল (HAl), গেইল(GAIL), কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক-এর মতো শেয়ারে। এছাড়া ব্যাঙ্কিং সেক্টরেও আজ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, এক্সিস ব্যাঙ্ক, পিএনবির মতো শেয়ারগুলি ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে, জোম্যাটো, আদানি এনার্জি সলিউশন, টাইটান, ইনফোসিস, জেএসডব্লু এনার্জির মতো শেয়ারগুলিতে।
বাজার বিশেষজ্ঞদের মতে, গত প্রায় একমাসেরও বেশি সময় ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ারবাজার। মূলত মার্কিন শুল্কনীতির ফলে আন্তর্জাতিক বাজারের টালমাটাল পরিস্থিতিই ভারতের বাজারের পতনের অন্যতম কারণ ছিল। পাশাপাশি বিদেশি বিনিয়োগও ব্যাপকভাবে কমছিল এসে। সেই পরিস্থিতিতে বদল আসতেই সবুজের ছোঁয়া লাগল শেয়ার বাজারে। একটানা পতনের পর এবার শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়ছে ক্রমশ। তারই ফল দেখা যাচ্ছে শেয়ার বাজারে।