সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বহুতলে লেলিহান আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহুতলের এক নিরাপত্তারক্ষীর। আরও এক নিরাপত্তারক্ষী-সহ তিন জন আগুন ঝলসে গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী।

সোমবার ভোর ৫টা নাগাদ শহরের বিদ্যাবিহার এলাকায় তক্ষশীলা কো-অপারেটিভ হাউসিং সোসাইটির একটি ১৩তলা উঁচু আবাসনে আগুন লেগে যায়। তাতেই মৃত্যু হয়েছে ৪৩ বছরের উদয় গঙ্গানের। অগ্নিকাণ্ডে ১০০ শতাংশ পুড়ে গিয়েছিলেন তিনি। তাঁকে দ্রুত উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এছাড়াও গুরুতর আহত হয়েছেন সবজিৎ যাদব নামে এক যুবক। তাঁর শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গিয়েছে।
এদিন বহুতলটিতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনে বহুতলের প্রথম এবং দ্বিতীয় তলার পাঁচটি ফ্ল্যাটে বৈদ্যুতিন সরঞ্জাম, আসবাবপত্র-সহ প্রায় সব কিছুই পুড়ে খাক হয়ে গিয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।