-
- ফটো গ্যালারি
- Cm mamata banerjee attends a programme in tamluk
মেদিনীপুরের জনসভায় চেনা মেজাজে মমতা, কান্না থামালেন খুদের, বাজালেন মাদলও
পশ্চিম মেদিনীপুরে হেলিপ্যাডে নেমে একটি বাচ্চাকে কাঁদতে দেখে তাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
বরাবরই মানুষের মাঝে মিশে যেতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও তাঁর অন্যথা হল না। খুদেদের সঙ্গে মিশে গেলেন তিনি। পশ্চিম মেদিনীপুরে হেলিপ্যাডে নামার পর একটি বাচ্চা কাঁদছে দেখে তাকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী।সভামঞ্চেও আদরে ভরিয়ে দেন খুদেদের। হাতে তুলে দেন উপহারও।
Tap to expand
সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন সরকারি প্রকল্পের সুবিধা।
Tap to expand
গণপতিনগরের জেলা প্রশাসনিক ময়দানের সভাস্থল থেকে মোট ৯৬০.৮৭ কোটি টাকা মূল্যের ৩৪৬টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
মঞ্চে দাঁড়িয়েই মাদল বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সঙ্গে ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। সেখান থেকে বিরোধীদের তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
এদিন একটি হস্তশিল্পের প্রদর্শনীতেও যান মুখ্যমন্ত্রী। সেখানকার কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 07:40 PM Mar 04, 2024Updated: 07:42 PM Mar 04, 2024
পশ্চিম মেদিনীপুরে হেলিপ্যাডে নেমে একটি বাচ্চাকে কাঁদতে দেখে তাকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী।