সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার সন্ধেবেলা নির্ধারিত সময়েই দমদম বিমানবন্দরে নামে তাঁর বিমান। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরেছেন সফরসঙ্গী শিল্পপতি ও প্রতিনিধিরাও। এবারের স্পেন (Spain), দুবাই (Dubai) সফর থেকে ফিরে বেশ খুশি মুখ্য়মন্ত্রী। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ”আমাদের এবারের সফর খুব ভালো হয়েছে। বিদেশে অনেকটা কাজ হয়েছে বাংলার জন্য। এত সফল সফর আগে দেখিনি। আমাদের বিজিবিএস নিয়ে মাদ্রিদ, স্পেন, দুবাইয়ের শিল্পপতিদের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। তাঁদের আমি আমন্ত্রণও জানিয়েছি। সবমিলিয়ে সফর খুব ভালো হয়েছে।” X হ্য়ান্ডলেও একই বার্তা দিয়েছেন।
পাশাপাশি রাজ্যবাসী ও সংবাদমাধ্যমকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল।
গত ১২ সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে দুবাই হয়ে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনায় একাধিক বৈঠক, শিল্প সম্মেলনে বাংলায় বিদেশি লগ্নি টানার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদের শিল্প সম্মেলনে তাঁর সঙ্গে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাংলার ফুটবলের উন্নতিতে স্পেনের বিখ্য়াত ফুটবল সংগঠন লা লিগা (La Liga) অ্যাকাডেমি গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার জন্য কিশোর ভারতীয় স্টেডিয়ামটি লা লিগার জন্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। বার্সেলোনায় বিশ্বের নামী ফুটবল ক্লাব দেখতে যান তিনি।
[আরও পড়ুন: ‘ছাত্রমৃত্যুকে ঢাল করে চক্রান্ত চলছে, নেপথ্যে বড় মাথা,’ বিস্ফোরক দাবি উপাচার্য বুদ্ধদেবের]
এরপর দুবাই সফরেও শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক থেকে লগ্নি টানার প্রতিশ্রুতি নিয়ে ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিখ্যাত লু লু গ্রুপ নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়বে। এছাড়া কলকাতা বন্দরের উন্নতিতে সেখানকার জেবেল আলি বন্দরের পরিকাঠামো ঘুরে দেখেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। প্রত্যেক জায়গায় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বারবারই তুলে ধরেন বাংলার শিল্পবান্ধব পরিবেশ, পরিকাঠামোর কথা। বারবার বুঝিয়েছেন, কেন বাংলাই বিনিয়োগের আদর্শ স্থান।
[আরও পড়ুন: একসঙ্গে মমতা-অধীর-সেলিম! হুগলিতে ‘ইন্ডিয়া জোটের’ ব্যানার ঘিরে চাঞ্চল্য]
শনিবার সন্ধ্যায় বিদেশ সফর সেরে শহরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”সফর ইতিবাচক। বড় বড় চুক্তি হয়েছে আপনারা জানেন। খুব ভালো বৈঠক হয়েছে শিল্পপতিদের সঙ্গে। ফিকি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বৈঠকগুলোর আয়োজন করেছিল। এত সফল সফর খুব কম দেখেছি। প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা এ নিয়ে খুব খুশি।”
দেখুন ভিডিও: