shono
Advertisement

বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা! দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে

ঘুরে দেখতে পারেন বিস্ফোরণস্থলও।
Posted: 09:13 AM May 24, 2023Updated: 09:13 AM May 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। তার পরই রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি বাজি তৈরি রুখতে তৎপর প্রশাসন। আর এরই মধ্যে এবার এগরার খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। দেখা করতে পারেন নিহতদের পরিজনদের সঙ্গেও।

Advertisement

গত ১৬ মে এগরার খাদিকুল ব্লকে বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এগরা থানার আইসিকে শোকজ করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপর গত শুক্রবার আইসি বদলের বিজ্ঞপ্তি জারি হয়। মৌসম চক্রবর্তীর পরিবর্তে নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন গোস্বামীকে। বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করে জাতীয় মানবাধিকার কমিশনও। আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্তের গতিপ্রকৃতি-সহ বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। এদিকে, বিস্ফোরণকাণ্ডে সিআইডি-র (CID) হাতে আটক হন মূল অভিযুক্ত ভানু বাগের জামাই।

[আরও পড়ুন: এবার ভাঙড়ের TMC কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বজবজ-মহেশতলায় ৯০ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত]

এরই মধ্যে নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার এগরার খাদিকুলে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখতে পারেন বিস্ফোরণস্থলও। পাশাপাশি নিহতদের পরিবার এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। উল্লেখ্য, এগরার বিস্ফোরণের পরই আবার বজবজে বাজির গোডাউনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন তিনজন। প্রথমে শোনা গিয়েছিল, ঘটনাস্থলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনও সেখানে যাননি তিনি। তবে এবার জানা যাচ্ছে, সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সেখানে যেতেও পারেন তিনি। সেই সঙ্গে বৃহস্পতিবার এগরার খাদিকুলেও যাওয়ার কথা তাঁর।

[আরও পড়ুন: ‘রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ এসেছে’, কেজরিওয়ালকে পাশে নিয়ে ঐক্যের বার্তা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement