shono
Advertisement

‘নিজের চোখে এসে দেখে যান’, দুবাইয়ের শিল্প সম্মেলন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

কেন বাংলাই বিনিয়োগের আদর্শ স্থল, বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 06:00 PM Sep 22, 2023Updated: 07:27 PM Sep 22, 2023

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেনের পর দুবাইয়ে দাঁড়িয়েও শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর আবেদন, ”নিজের চোখে এসে দেখুন, বাংলায় কতটা শিল্পবান্ধব পরিবেশ রয়েছে।” এভাবেই মরুরাজ্যে দাঁড়িয়ে আন্তর্জাতিক বণিকমহলের কাছে বঙ্গে লগ্নির আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী। আগামী নভেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অংশীদার হওয়ার জন্য দুবাইকে (Dubai) আমন্ত্রণ জানালেন। তাঁর বক্তব্যের পর হাততালির ঝড় উঠল অতিথি মহলে।

Advertisement

বঙ্গে বিদেশি বিনিয়োগ টানতে ১২ দিনের স্পেন, দুবাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুবাইয়ের বাণিজ্য সম্মেলনে আরব দুনিয়ার লগ্নি টানতে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে নজর ছিল সব মহলের। বিকেলে দুবাইয়ের দ্য রিটজ কার্লটনের সেই বাণিজ্য সম্মেলনে (Business Summit) তিনি খোলাখুলিভাবে বাংলার পরিস্থিতির কথা তুলে ধরলেন। কোন কোন দিক থেকে বাংলার উন্নতি ঘটেছে, শুধুমাত্র সদিচ্ছা আর পরিশ্রমের জেরে আগের পরিস্থিতি কতটা আমূল বদলেছে, রাখঢাক না করে সেইসব কর্মযজ্ঞের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বোঝালেন, কেন বাণিজ্যের আদর্শ স্থান বাংলা। দুবাইয়ের শিল্পবন্ধুদের প্রতি তাঁর বার্তা, ”আপনারা একবার বাংলায় এসে নিজের চোখে দেখে যান আমরা কেমন কাজ করছি আর কীভাবে কাজ করছি। আমাদের এখানে সিলিকন ভ্যালির মতো একটা প্রযুক্তি ক্ষেত্রও আছে। আমরা সব ক্ষেত্রে কাজে এগিয়ে চলেছি।”

[আরও পড়ুন: রান আউটের সুযোগ নষ্ট থেকে ভূরি ভূরি মিস, রাহুলের কিপিং নিয়ে ক্ষুব্ধ নেটদুনিয়া]

এদিনের সম্মেলনে বাংলার সঙ্গে অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা, কৃষিক্ষেত্র, উৎপাদন শিল্পের উন্নতি বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাণিজ্য বিস্তারের জন্য গভীর সমুদ্র বন্দর, এশিয়ার বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে বাংলায়। অর্থাৎ রাজ্যকে নানা দিক থেকে উন্নতি করার লক্ষ্য় নিয়ে লাগাতার কাজ হয়ে চলেছে, কোনও বিরতি নেই তাতে। মুখ্যমন্ত্রীর কথায়, ”বাংলায় প্রতিভার অভাব নেই, উদ্যমের ঘাটতি নেই। রাজ্য সরকারের একাধিক প্রকল্পে অনেকের কর্মসংস্থান হচ্ছে।  আন্তর্জাতিক স্তরে তা সমাদৃত। আমাদের ‘কন্যাশ্রী’ প্রকল্পকে পুরস্কৃত করেছে UNESCO. সবদিক থেকে সমৃদ্ধ বাংলা। শুধু আপনারা এখানে আসুন, বুঝতে পারবেন কেন এখানে বিনিয়োগ করা লাভজনক হবে।”

[আরও পড়ুন: রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা]

আগামী ২১ ও ২২ নভেম্বর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে রাজ্য় সরকার। দুবাইয়ে দাঁড়িয়ে সেই সম্মেলনে যোগদানের জন্য ‘ওপেন ইনভিটেশন’ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি চান, দুবাইয়ের শিল্প’বন্ধু’রা বাণিজ্য সম্মেলনের অংশীদার হোক। বক্তব্য শেষে তাঁর মুখে ‘জয় বাংলা’র পাশাপাশি ‘জয় দুবাই’ স্লোগান। 

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement